ইরান-সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি ইসরাইলে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে, এই হামলায় তাৎক্ষণিকভাবে কোনো ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
রোববার, ইয়েমেন থেকে ছোড়া এই ক্ষেপণাস্ত্রটি ইসরাইলি সেনাবাহিনী বলছে, আকাশসীমায় প্রবেশের আগেই সফলভাবে ধ্বংস করা হয়েছে। ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি সীমান্তে প্রবেশের আগ মুহূর্তে গুলি চালিয়ে ভূপাতিত করা হয়।
এই হামলার আগে ইসরাইল বিভিন্ন শহরে সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেয়। বিশেষ করে, মধ্যাঞ্চল, জেরুজালেমের পার্শ্ববর্তী শহরগুলো এবং পশ্চিম তীরে হামলার উচ্চ সতর্কতা জারি করা হয়। টাইমস অব ইসরাইল জানিয়েছে, এই এলাকাগুলোতে দীর্ঘ সময় ধরে সাইরেন বাজিয়ে ক্ষেপণাস্ত্র হামলা সম্পর্কে বাসিন্দাদের জানানো হয়।
এটি ছিল ইসরাইলি ভূখণ্ডে হুথিদের অষ্টম ক্ষেপণাস্ত্র হামলা, যা ১৮ মার্চ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে নতুন হামলা শুরু করার পর ঘটেছে।
হুথিরা ইসরাইলি হামলার প্রতিশোধ নিতে এবং ফিলিস্তিনিদের সমর্থনে ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা যুদ্ধের শুরু থেকেই হামলা চালিয়ে আসছে। বিশেষত, তারা লোহিত সাগর ও এডেন উপসাগরে ইসরাইলি ও মার্কিন বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হামলা চালায়।
আলজাজিরা জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী হ্যারি ট্রুম্যান নেতৃত্বাধীন যুদ্ধজাহাজের বহরে অন্তত তিনবার হামলা চালানো হয়েছে।
সূত্র: এএফপি, আলজাজিরা
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.