মিশর ও কাতারের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করেছে হামাস। শনিবার (২৯ মার্চ) ফিলিস্তিনি গোষ্ঠীটির শীর্ষ নেতা খলিল আল-হাইয়া এ তথ্য জানান। বিবিসির এক প্রতিবেদনে এ খবর প্রকাশিত হয়েছে।
এক টেলিভিশন ভাষণে খলিল আল-হাইয়া বলেন, "দুই দিন আগে আমরা মিশর ও কাতারের মধ্যস্থতায় একটি প্রস্তাব পেয়েছি এবং ইতিবাচকভাবে এটি গ্রহণ করেছি।" তিনি আরও বলেন, "আমরা আশা করি ইসরাইলি দখলদাররা এটিকে ব্যাহত করবে না।"
হামাস ও ইসরাইলের মধ্যে চলমান পরোক্ষ আলোচনায় যুদ্ধবিরতি নিশ্চিতে মিশর নেতৃত্ব দিচ্ছে। দেশটি ইতোমধ্যে ইসরাইল থেকে নতুন যুদ্ধবিরতি পরিকল্পনার বিষয়ে ইতিবাচক সাড়া পেয়েছে বলে জানিয়েছে নিরাপত্তা সূত্রগুলো।
প্রস্তাব অনুযায়ী—
🔹 হামাস প্রতি সপ্তাহে পাঁচজন ইসরাইলি বন্দিকে মুক্তি দেবে।
🔹 ইসরাইলের পাল্টা প্রস্তাব যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে তৈরি করা হয়েছে।
প্রথম ধাপে, ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। এর আওতায়—
✔ সংঘর্ষ বন্ধ রাখা,
✔ কিছু ইসরাইলি বন্দির মুক্তি,
✔ এবং কিছু ফিলিস্তিনি বন্দির মুক্তির চুক্তি ছিল।
দ্বিতীয় ধাপে আলোচনা চলছে—
✔ অবশিষ্ট বন্দিদের মুক্তির পরিকল্পনা,
✔ গাজা থেকে ইসরাইলি বাহিনী প্রত্যাহার।
হামাসের দাবি, যুদ্ধবিরতির যেকোনো প্রস্তাবে দ্বিতীয় ধাপে যাওয়ার নিশ্চয়তা থাকতে হবে। ইসরাইল প্রাথমিকভাবে ৪২ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে।
শনিবারও গাজায় ইসরাইলি হামলায় অন্তত ২৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ।
ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে—
🔹 তারা রাফাহর জেনিনা মহল্লায় স্থল অভিযান চালাচ্ছে।
🔹 এটি তাদের 'নিরাপত্তা অঞ্চল' সম্প্রসারণের অংশ।
গত ১৮ মার্চ থেকে ইসরাইল আবারও গাজায় বিমান হামলা ও স্থল অভিযান চালাচ্ছে। তাদের দাবি, "হামাসের ওপর চাপ বাড়াতেই এই হামলা।"
ফিলিস্তিনি কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ইসরাইলি অভিযানে এখন পর্যন্ত ৫০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.