বলিউডের সুপারস্টার সালমান খানের বয়স এখন ৬০-এর ঘরে, কিন্তু এখনও বিয়ের পিঁড়িতে বসেননি। প্রেম করেছেন অনেক, কিন্তু কোনো সম্পর্কই স্থায়ী হয়নি।
এখনও বলিউডপাড়ায় গুঞ্জন, সালমান নাকি ঐশ্বরিয়া রাইকে ভুলতে পারেননি! এমনকি, ঐশ্বরিয়ার সমকক্ষ কাউকে না পাওয়াতেই নাকি তিনি বিয়ে করেননি।
সালমানের জীবনে ক্যাটরিনা কাইফ, জারিন খানসহ অনেক অভিনেত্রীর আগমন ঘটেছে, প্রেমেও জড়িয়েছেন বহুবার। কিন্তু ঐশ্বরিয়ার স্মৃতি যেন আজও তাঁকে তাড়া করে বেড়ায়।
‘হাম দিল দে চুকে সানাম’ সিনেমার শুটিং থেকেই ঘনিষ্ঠতা বাড়ে সালমান ও ঐশ্বরিয়ার। ধীরে ধীরে তাঁদের প্রেম নিয়ে গুঞ্জন চরমে পৌঁছায়। সালমান নাকি ঐশ্বরিয়ার প্রেমে এতটাই ডুবে গিয়েছিলেন যে বিয়ের পরিকল্পনাও করেছিলেন। কিন্তু হঠাৎ করেই ঘটে ছন্দপতন, ভেঙে যায় তাঁদের সম্পর্ক।
সালমানের ভাই আরবাজ খান এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে মুখ খুলেছিলেন। তাঁর মতে, ঐশ্বরিয়া তখন বিয়ের জন্য একেবারেই প্রস্তুত ছিলেন না।
৯০-এর দশকে মিস ওয়ার্ল্ড খেতাব জয়ের পর বলিউডে ব্যস্ত হয়ে পড়েছিলেন ঐশ্বরিয়া। তাঁর ক্যারিয়ার ছিল ঊর্ধ্বমুখী, দর্শক তখন মুগ্ধ তাঁর সৌন্দর্যে ও অভিনয়ে। তাই সে সময় বিয়ে করার কথা ভাবেননি তিনি। অন্যদিকে, সালমান তখন সংসার শুরু করতে চাইছিলেন।
শুধু তাই নয়, সালমানের ভাবমূর্তি নিয়েও ঐশ্বরিয়ার পরিবারে আপত্তি ছিল। তাঁর বাবা মনে করতেন, সালমানের জীবনযাপন ও নারীদের সঙ্গে সম্পর্কের বিষয়টি ঠিক স্বাভাবিক নয়। তাই জামাই হিসেবে তাঁকে মেনে নিতে চাননি তিনি।
এই দ্বন্দ্বের কারণেই শেষ পর্যন্ত ভেঙে যায় সালমান-ঐশ্বরিয়ার সম্পর্ক।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.