
প্রায় দুই বছরের প্রেমের সম্পর্কের ইতি টেনে সম্প্রতি আলাদা হয়েছেন বলিউড ও দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়া এবং অভিনেতা বিজয় ভার্মা। তবে তাদের সম্পর্ক ভাঙলেও, তারা একে অপরের ভালো বন্ধু হয়ে থাকবেন বলে জানিয়েছেন। বিচ্ছেদের পরও তাদের সম্পর্কে চর্চা থেমে থাকেনি। তাদের অনুরাগীদেরও এই খবরটি বেশ হতাশ করেছে, কারণ তারা এই জুটিকে খুবই পছন্দ করতেন।
এ পর্যন্ত তামান্না বা বিজয়-কাউকেই প্রেমের সম্পর্ক ভাঙা নিয়ে অনেক কিছু বলতে দেখা যায়নি। তবে এবার এক সাক্ষাৎকারে বিজয় এ ব্যাপারে মুখ খুলেছেন এবং সম্পর্ক নিয়ে তার মতামত জানিয়েছেন।
বিজয় বলেছেন, "আপনি সম্পর্কের কথা বলছেন, তাই না? আমার মনে হয়, আইসক্রিমের মতো সম্পর্ককে উপভোগ করুন, তাহলে আপনি খুব সুখি থাকবেন। এর অর্থ হল, যে ফ্লেভারই আসুক না কেন, তা গ্রহণ করুন এবং সঙ্গে নিয়ে এগিয়ে যান।"
এছাড়া, চলতি মাসের শুরুতে তামান্না ও বিজয়ের ব্রেকআপের খবর প্রকাশ্যে আসে, তবে তারা কেন আলাদা হলেন তা এখনো স্পষ্ট নয়। সম্প্রতি রবিনা ট্যান্ডনের হোলি পার্টিতে তাদের দেখা গেলেও, তারা আলাদা আলাদা ভাবে সময় কাটিয়েছেন। বর্তমানে তামান্না এবং বিজয় উভয়ই তাদের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.