আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টিনার জার্সিতে খেলার পর মেসি আবার মায়ামির হয়ে মাঠে ফিরবেন। ফিলাডেলফিয়া ইউনিয়ন এবং ইন্টার মায়ামির মধ্যকার ম্যাচটি দক্ষিণ ফ্লোরিডায় অনুষ্ঠিত হবে এবং এটি ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে থাকার দিক থেকে গুরুত্বপূর্ণ। এই ম্যাচের মাধ্যমেই মাঠে ফিরতে পারেন লিওনেল মেসি।
৩৭ বছর বয়সী এই ফুটবল তারকা গত মার্চে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পাওয়া ম্যাচে চোট পান। এর ফলে আর্জেন্টিনা তারকা এই ম্যাচটি খেলা থেকে বিরত থাকেন। তবে তার অনুপস্থিতিতেও আর্জেন্টিনা ১-০ গোলে উরুগুয়ে এবং ৪-১ গোলে ব্রাজিলকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে।
এদিকে, মেসি ইতোমধ্যে ইন্টার মায়ামির অনুশীলনে যোগ দিয়েছেন। দলের প্রধান কোচ হাভিয়ের মাশ্চেরানো জানিয়েছেন, “লিও ভালো আছেন। যদি কোনো অস্বাভাবিক কিছু না ঘটে, তাহলে তিনি ম্যাচের দলে থাকবেন।”
মেসি মাঠে থাকলে মায়ামির খেলার ধরন বদলে যায়। তার বিশাল দক্ষতা এবং অসাধারণ গোল করার ক্ষমতা দলকে আরও শক্তিশালী করে তোলে। আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে সেই রকম একটি গোলই করেছিলেন মেসি, যেখানে তিনি দুর্দান্ত ফিনিশিংয়ের মাধ্যমে গোলরক্ষক ব্র্যাড গুজানকে পরাস্ত করেছিলেন।
মাশ্চেরানোর মতে, “এমন গোল শুধু মেসি ই করতে পারে। সে ফুটবলের ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়। এ বিষয়ে কোনো সন্দেহ নেই।”
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.