ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির বিনিময়ে গাজায় যুদ্ধবিরতির পক্ষে সমর্থন জানিয়েছেন ৬৯ শতাংশ ইসরাইলি। অন্যদিকে, এই চুক্তির বিপক্ষে রয়েছেন ২১ শতাংশ।
শুক্রবার (২৮ মার্চ) ইসরাইলের চ্যানেল ১২-তে সম্প্রচারিত এক জনমত জরিপে এই তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে টাইমস অব ইসরাইল।
জরিপ অনুযায়ী, ইসরাইলি সরকারে থাকা জোটের সমর্থকদের মধ্যেও যুদ্ধবিরতির পক্ষে অবস্থান নিয়েছেন ৫৪ শতাংশ ভোটার, যেখানে ৩২ শতাংশ এই চুক্তির বিরোধিতা করছেন।
তবে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার এখনো ৫৯ জন জিম্মির মুক্তির বিনিময়ে গাজায় যুদ্ধের সমাপ্তির প্রস্তাব প্রত্যাখ্যান করে আসছে। তাদের দাবি, যুদ্ধ তখনই শেষ হবে, যখন হামাসকে সম্পূর্ণরূপে গাজা উপত্যকার ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া যাবে, যাতে তারা আর ইসরাইলের জন্য কোনো হুমকি সৃষ্টি করতে না পারে।
ধারণা করা হচ্ছে, হামাসের হাতে থাকা ৫৯ জন জিম্মির মধ্যে মাত্র ২৪ জন এখনো জীবিত।
ইসরাইল ও হামাসের মধ্যে আলোচিত যুদ্ধবিরতি চুক্তির তিনটি সম্ভাব্য ধাপ ছিল:
প্রথম ধাপে সাময়িক যুদ্ধবিরতির মাধ্যমে কিছু সংখ্যক জিম্মিকে মুক্তি দেওয়া।
দ্বিতীয় ধাপে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করা এবং ইসরাইলি সেনাদের গাজা থেকে সম্পূর্ণ প্রত্যাহার করা।
তৃতীয় ধাপে উভয় পক্ষের কাছে থাকা মৃতদেহ বিনিময় করা।
কিন্তু ইসরাইলি সরকার দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনায় যেতে অস্বীকৃতি জানিয়ে এসেছে, যদিও তারা মূল চুক্তির শর্ত অনুযায়ী এটি করতে রাজি হয়েছিল।
নেতানিয়াহু প্রথম ধাপের অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়ে জিম্মিদের মুক্তির চেষ্টা চালিয়েছেন, যাতে ইসরাইল পরবর্তীতে আবার হামাসের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে পারে।
সরকারের যুক্তি হলো, এখনই যুদ্ধ বন্ধ করলে হামাস গাজায় ক্ষমতায় টিকে থাকবে। অন্যদিকে, হামাস এখন পর্যন্ত এই ধরনের যেকোনো চুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করে আসছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.