ঈদুল ফিতর মাত্র দুদিন পর। দেশের চলচ্চিত্রাঙ্গনেও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বরাবরের মতো এবারও ঈদকে কেন্দ্র করে বড় পরিসরের প্রতিযোগিতা দেখা যাচ্ছে। ঢাকাই চলচ্চিত্র ইন্ডাস্ট্রি এখন অনেকটাই ঈদকেন্দ্রিক হয়ে উঠেছে।
প্রতিবারের মতো এবারও ঈদে একাধিক সিনেমার মুক্তির ঘোষণা এসেছে। তবে কিছু সিনেমা শেষ মুহূর্তে পিছিয়ে গেছে, আবার কিছু সিনেমা নীরবে মুক্তির তালিকায় যোগ দিয়েছে। এমনই এক চমক হয়ে এসেছে শাকিব খান অভিনীত ‘অন্তরাত্মা’। চার বছর আগে নির্মিত এ সিনেমাটি এতদিন আলোচনায় ছিল না। কলকাতার দর্শনা বণিকের বিপরীতে অভিনয় করা এ সিনেমাটি পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন। সম্প্রতি সেন্সর ছাড়পত্র পেয়ে এটি ঈদে মুক্তির তালিকায় যুক্ত হয়েছে।
এতে শাকিব খান নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী হয়ে গেছেন। কারণ, একই সময় মুক্তি পাচ্ছে তার আরেক সিনেমা ‘বরবাদ’। দীর্ঘদিন ধরে প্রচারণার মধ্যে থাকা এ সিনেমাটি পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। এতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ইধিকা পাল। শাকিবভক্তদের জন্য এটি একদিকে আনন্দের খবর, অন্যদিকে দুটো সিনেমা একসঙ্গে মুক্তি পাওয়ায় কিছুটা উদ্বেগেরও কারণ।
এবারের ঈদে শাকিব খানের দুই সিনেমাসহ মোট ছয়টি সিনেমা মুক্তি পাচ্ছে। সেগুলো হলো:
দুই বছর পর সিনেমা নিয়ে ফিরছেন আফরান নিশো। তার প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’ ব্যাপক সাড়া ফেলার পর এবার তিনি আসছেন ‘দাগি’ নিয়ে, যেখানে তার বিপরীতে রয়েছেন তমা মির্জা।
সিয়াম আহমেদ, শবনম বুবলী ও দীঘিকে নিয়ে নির্মিত ‘জংলি’ সিনেমাটি বহুবার মুক্তির তারিখ পরিবর্তনের পর এবার ঈদে মুক্তি পাচ্ছে। পরিচালনা করেছেন এম রাহিম।
জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম অভিনীত ‘চক্কর ৩০২’ প্রায় দুই বছর আগে নির্মিত হলেও এবার এটি মুক্তি পাচ্ছে। নাটকের জনপ্রিয় মুখ আব্দুন নূর সজলও বড় পর্দায় নিজের অবস্থান পাকা করতে এবার আসছেন ‘জ্বীন-৩’ সিনেমা নিয়ে, যেখানে তার বিপরীতে রয়েছেন নুসরাত ফারিয়া।
সবকটি সিনেমাই ইতোমধ্যে সেন্সর ছাড়পত্র পেয়েছে এবং মুক্তির জন্য প্রস্তুত। প্রচারের অংশ হিসেবে টিজার, ট্রেলার ও গান প্রকাশিত হয়েছে। দর্শক ও প্রেক্ষাগৃহ মালিকদের মাঝেও ঈদের সিনেমাগুলো নিয়ে দারুণ উন্মাদনা দেখা যাচ্ছে। এবারের ঈদে সিনেমাগুলো দর্শকদের কেমন সাড়া ফেলবে, সেটিই এখন দেখার বিষয়।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.