শুক্রবার মিয়ানমারসহ দক্ষিণ-পূর্ব এশিয়ায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৭
দ্বিতীয় কম্পন ছিল ৬.৪ মাত্রার
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে নির্মাণাধীন একটি ৩০ তলা সরকারি অফিস ভবন সম্পূর্ণরূপে ধসে পড়েছে।
ভবনটির নিচে অন্তত ৪৩ জন শ্রমিক আটকা পড়েছেন।
উত্তর ও মধ্য থাইল্যান্ডের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (X)-এ প্রকাশিত ভিডিওতে ভবনগুলোকে দুলতে দেখা গেছে।
পর্যটন শহর চিয়াং মাই-এর বাসিন্দারা জানান, তাঁরা আতঙ্কে দৌড়ে বের হয়ে যান।
একাধিক ভবনের ছাদ থেকে সুইমিং পুলের পানি নিচে ছিটকে পড়েছে।
মিয়ানমারে ২০ জন নিহত, মান্দালয়ে একটি মসজিদ ধসে অনেকে হতাহত।
ভারত, বাংলাদেশ, চীনসহ বিভিন্ন দেশে ভূমিকম্প অনুভূত হয়েছে।
ব্যাংককে বহু ভবনের জানালা ভেঙে পড়েছে, কিছু সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে—
ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল মিয়ানমারের সাগাইং শহরের ১৬-১৮ কিলোমিটার গভীরে।
নেইপিদো থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে এই ভূমিকম্পের উৎপত্তি।
বাংলাদেশেও ভূমিকম্প অনুভূত হয়েছে, তবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.