যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডার পুরোনো সম্পর্কের যুগ শেষ হয়েছে বলে মন্তব্য করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি জানিয়েছেন, সাম্প্রতিক শুল্কারোপের সিদ্ধান্তের ফলে কানাডাকে অর্থনৈতিক কৌশল পুনর্বিন্যাস করতে হবে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) অটোয়ায় মন্ত্রিসভার বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ট্রুডো।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা থেকে আমদানি করা যানবাহন ও যানবাহনের যন্ত্রাংশের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। এর আগে, ক্ষমতায় ফিরে আসার পর তিনি কানাডার বেশ কিছু পণ্যের ওপর শুল্ক আরোপের কথা জানান।
এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী ট্রুডো বলেন, "আমাদের অর্থনীতি ও নিরাপত্তাভিত্তিক দীর্ঘদিনের সম্পর্ক এখন নতুন এক মোড় নিয়েছে। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নীতির ফলে আমাদের কৌশল পুনর্বিন্যাস করা জরুরি হয়ে পড়েছে।"
তিনি আরও বলেন, "আমরা প্রতিশোধমূলক শুল্ক আরোপের মাধ্যমে যুক্তরাষ্ট্রের পদক্ষেপের উপযুক্ত জবাব দেব। এটি এমনভাবে করা হবে, যাতে এর সর্বোচ্চ প্রভাব যুক্তরাষ্ট্রের ওপর পড়ে।"
কানাডা-মার্কিন অর্থনৈতিক সম্পর্কের ঐতিহাসিক গুরুত্ব উল্লেখ করে ট্রুডো বলেন, "১৯৬৫ সালে স্বাক্ষরিত কানাডা-মার্কিন অটোমোটিভ চুক্তি দুই দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি ছিল। কিন্তু নতুন শুল্কারোপ সেই ভিত্তিকে নড়বড়ে করে দিচ্ছে।"
পরিস্থিতির প্রেক্ষাপটে কানাডার ভবিষ্যৎ বাণিজ্য নীতির দিকনির্দেশনা কী হবে, তা এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেন ট্রুডো।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.