ঈদের বিশেষ অনুষ্ঠানের জন্য জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেত নিয়ে আসছেন ‘ইত্যাদি’। এবারের পর্বে দর্শকদের বিনোদন, সামাজিক সচেতনতা এবং শিক্ষামূলক বিভিন্ন উপকরণের সমাহার রয়েছে। চলুন, এবার জানি কী কী চমকপ্রদ আয়োজন রয়েছে এবারের ‘ইত্যাদি’তে:
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত ঈদের গান "ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ" দিয়ে শুরু হয়েছে এবারের ‘ইত্যাদি’। এই গানটি এবারে বিশেষভাবে পরিবেশন করেছেন দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী, সংগীতায়োজন করেছেন মেহেদী।
এবারের দেশাত্মবোধক গান-এ কণ্ঠ দিয়েছেন কিংবদন্তি শিল্পী সৈয়দ আব্দুল হাদী ও সাবিনা ইয়াসমিন, তাদের সঙ্গে নতুন প্রজন্মের শিল্পীরা—ইমরান মাহমুদুল, রাজীব, সিঁথি সাহা, অবন্তী সিঁথি, আতিয়া আনিসা, মালিহা তাবাসসুম খেয়া, সানিয়া সুলতানা লিজা, প্রমুখ।
হাবিব ওয়াহিদ ও প্রীতম হাসান একসঙ্গে গেয়েছেন একটি বিশেষ গান, যা আগে কখনও ‘ইত্যাদি’তে হয়নি।
সিয়াম আহমেদ ও জান্নাতুল সুমাইয়া হিমি-এর কণ্ঠে আরও একটি গান শুনতে পাবেন দর্শকরা।
এবারের নৃত্য আয়োজনতে অংশগ্রহণ করেছেন সাফা কবির, সাদিয়া আয়মান, সামিরা খান মাহি ও পারসা ইভানা, সঙ্গে আরও একদল প্রশিক্ষিত নৃত্যশিল্পী। নৃত্য পরিচালনা করেছেন ইভান শাহরিয়ার সোহাগ।
এবারের ‘ইত্যাদি’তে অনলাইনভিত্তিক তিনটি আলাদা ঘটনা নিয়ে বিশেষ নাটক তৈরি করা হয়েছে। এতে অংশগ্রহণ করেছেন জনপ্রিয় তিন দম্পতি—শহীদুজ্জামান সেলিম ও রোজী সিদ্দিকী, এফ এস নাঈম ও নাদিয়া আহমেদ, ইন্তেখাব দিনার ও বিজরী বরকতউল্লাহ।
মধ্যবিত্ত পরিবারের অর্থনৈতিক সংকট নিয়ে একটি মিউজিক্যাল ড্রামাতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মোমেনা চৌধুরী, আনোয়ার শাহী, এবং র্যাপ শিল্পী মাহমুদুল হাসান।
‘দেখার চোখ ও বিবেকের চোখ’ শীর্ষক একটি সমসাময়িক বার্তা নিয়ে গান পরিবেশন করেছেন তৌসিফ মাহবুব ও শবনম বুবলী। গানটির সংগীতায়োজন করেছেন মেহেদী, এবং এতে কণ্ঠ দিয়েছেন তানজিনা রুমা, রাজিব ও খেয়া।
এবারের পর্বে বিদেশি নাগরিকদের মাধ্যমে গ্রামীণ জীবনের বিভিন্ন সমস্যা তুলে ধরা হয়েছে, বিশেষত ‘গুজব’ বিষয়ক একটি বিশেষ পর্বে।
এবারের ‘ইত্যাদি’তে রয়েছে দর্শক নির্বাচনের বিশেষ পর্ব যেখানে তিনজন দর্শকের সঙ্গে সরাসরি সংলাপ হয়েছে অভিনেতা নাসির উদ্দিন খান-এর।
‘ইত্যাদি’র জনপ্রিয় চরিত্র নাতি এবং কাশেম টিভির রিপোর্টার-কে নিয়ে কিছু চমৎকার মুহূর্ত উপস্থাপন করা হবে।
**‘ইত্যাদি’**র শিল্প নির্দেশনা দিয়েছেন মুকিমুল আনোয়ার মুকিম, এবং রচনা, পরিচালনা ও উপস্থাপনায় রয়েছেন হানিফ সংকেত। প্রযোজনা করেছে ফাগুন অডিও ভিশন এবং স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড।
এবারের ঈদের বিশেষ ‘ইত্যাদি’ বাংলাদেশ টেলিভিশনে ঈদের পরদিন, রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচারিত হবে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.