
দীর্ঘ প্রেমের পর বিবাহবন্ধনে আবদ্ধ হন বলিউডের জনপ্রিয় জুটি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। পর্দার বাইরেও তাদের রসায়ন দারুণ। এবার দীপিকা জানালেন, কীভাবে রণবীর প্রতি ছয় মাস অন্তর নিজের চেহারা বদলে ফেলে তাকে নতুন করে প্রেমে পড়তে বাধ্য করেন!
দীপিকা বলেন, “রণবীর ছয় মাস অন্তর নিজেকে বদলে ফেলে। চুলের স্টাইল, পারফিউম, এমনকি পুরো লুকই পরিবর্তন করে। তাই আমি কখনোই ওকে নিয়ে বোর হই না।”
তিনি মজা করে আরও যোগ করেন—
🗣️ “রাতে ‘৮৩’ সিনেমার লুকে দেখি, সকালে উঠেই দেখি ‘সিম্বা’র লুক! এত দ্রুত পরিবর্তন করে যে মাঝে মাঝে মিল খুঁজে পাই না।” 😆
এ মুহূর্তে দীপিকা পুরোপুরি মাতৃত্বকালীন সময় উপভোগ করছেন। মেয়ে দুয়ার দেখভালে ব্যস্ত থাকায় তিনি নতুন কোনো কাজ হাতে নিচ্ছেন না। তবে ডিসেম্বরে কাজে ফিরতে পারেন বলে গুঞ্জন রয়েছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.