ব্রাজিলের বিপক্ষে দারুণ এক জয় আর্জেন্টিনা শিবিরে বিশ্বাস ও আত্মবিশ্বাসের নতুন স্ফুরণ এনে দিয়েছে। ২০২৬ বিশ্বকাপ মাত্র এক বছর দূরে, আর এই ম্যাচ যেন টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের স্বপ্নকে আরও জোরালো করেছে।
ব্রাজিলকে ৪-১ গোলে হারানোর এই জয়ে ছিলেন না লিওনেল মেসি ও লাউতারো মার্টিনেজের মতো তারকারা। তবুও দলের এমন পারফরম্যান্সে আত্মবিশ্বাসী আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। তার মতে, যদি আর্জেন্টিনা টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জিততে পারে, তাহলে জাতীয় দল থেকে বিদায় নেবেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মার্টিনেজ বলেন—
🗣️ “যদি আমরা টানা দুইবার বিশ্বকাপ জিততে পারি, তাহলেই যথেষ্ট! আমি জাতীয় দল থেকে অবসর নেব। আমাদের তরুণ খেলোয়াড়দের জন্য জায়গা তৈরি করে দিতে হবে।”
তিনি আরও যোগ করেন, দুইবার বিশ্বকাপ জয়ীর অনুভূতি দারুণ হলেও ২০২২ সালের মতো আবেগ আর কখনো আসবে না।
🗣️ “আমরা সবাই আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিততে দেখেছি। আমি জন্মের পর থেকে এটি দেখিনি। এখন সাত বছরের একটা শিশুও জানে সে কী অনুভব করেছে। আপনি খুশি হবেন, উদযাপনও করবেন, কিন্তু ২০২২ বিশ্বকাপের মতো অনুভূতি আর আসবে না।”
আর্জেন্টিনা এখন ২০২৬ বিশ্বকাপ জয়ের মিশনে চোখ রাখছে। মেসি থাকবেন কি না, সেটি সময়ই বলে দেবে, তবে মার্টিনেজের ঘোষণায় আর্জেন্টিনা শিবিরে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
📌 এখন প্রশ্ন হলো, আর্জেন্টিনা কি সত্যিই টানা দুই বিশ্বকাপ জিততে পারবে? মার্টিনেজ কি বিশ্বকাপ জয়ের পর জাতীয় দলকে বিদায় জানাবেন? উত্তর মিলবে ২০২৬ সালে!
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.