এবার ঢালিউডের সুপারস্টার শাকিব খানের ‘দুষ্টু কোকিল’ হতে চলেছেন টালিউড অভিনেত্রী নুসরাত জাহান। এর আগে তার ঘনিষ্ঠ বন্ধু মিমি চক্রবর্তী একই ভূমিকায় অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছিলেন।
কিছুদিন আগেই মুম্বাইতে গিয়ে ‘বরবাদ’ সিনেমার আইটেম গান ‘চাঁদমামা’-এর শুটিং করেছেন নুসরাত। জানা গেছে, শাকিবের আগের সুপারহিট সিনেমা ‘তুফান’-এর দ্বিগুণ বাজেটে নির্মিত হয়েছে ‘বরবাদ’।
শাকিব খানের জন্মদিনের আগেই সেই গানের ঝলক প্রকাশ করা হয়েছে, যা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন তুলেছে। ড্যান্স ফ্লোরে শাকিব ও নুসরাতের রোমান্টিক পারফরম্যান্স দেখে বোঝাই যাচ্ছে, এই গান আগেভাগেই সুপারহিট হতে চলেছে।
আগামীকাল (২৮ মার্চ) শাকিব খানের জন্মদিন, আর ৩১ মার্চ উদযাপিত হবে ঈদ। এই উৎসবকে সামনে রেখেই নির্মাতারা দিনদুয়েক আগে ‘চাঁদমামা’র টিজার প্রকাশ করেছেন। এটি ‘বরবাদ’ সিনেমার একটি বিশেষ গান, যেখানে মূল নায়িকা হিসেবে অভিনয় করেছেন ‘খাদান’ সিনেমাখ্যাত ইধিকা পাল।
নুসরাতের আইটেম সংটিকে দুই বাংলার দর্শক ঈদের বড় উপহার হিসেবেই দেখছেন। তাদের মতে, "এই বছরের ঈদের চাঁদ আরও উজ্জ্বল হতে চলেছে!"
শাকিবের সঙ্গে এটি নুসরাতের দ্বিতীয় কাজ। এর আগে তারা ‘নকাব’ সিনেমায় জুটি বেঁধেছিলেন, যা দুই বাংলাতেই জনপ্রিয়তা পেয়েছিল। তবে এবার কেবলমাত্র একটি আইটেম গানে তারা একসঙ্গে কাজ করেছেন।
এই অভিজ্ঞতা কেমন ছিল? শুটিং শেষে নুসরাত বলেন,
"ভালো গানে পারফর্ম করার অভিজ্ঞতা সবসময়ই দারুণ! শাকিব খানের সঙ্গে এটি আমার দ্বিতীয় কাজ, দর্শকদের জন্য কেমন চমক অপেক্ষা করছে, সেটা দেখতে আরেকটু অপেক্ষা করতে হবে!
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.