আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে টানা নয়দিন ব্যাংক বন্ধ থাকবে। এই ছুটির আগে আজ বৃহস্পতিবারই শেষ হচ্ছে স্বাভাবিক ব্যাংকিং লেনদেন। শুক্রবার থেকে শুরু হচ্ছে সাপ্তাহিক ছুটি ও ঈদের বিশেষ ছুটি। তবে গার্মেন্টস এলাকাগুলোয় আগামী শুক্রবার ও শনিবার সীমিত আকারে কিছু ব্যাংক শাখা খোলা থাকবে। এছাড়াও, ঈদের ছুটিতে এটিএম বুথ, অনলাইন ও মোবাইল ব্যাংকিং সেবা স্বাভাবিকভাবে চলবে।
ব্যাংকিং লেনদেনের শেষ দিন হওয়ায় আজ ব্যাংকগুলোতে গ্রাহকদের বেশি ভিড় থাকতে পারে বলে জানিয়েছেন ব্যাংকাররা। নগদ টাকা উত্তোলন, ঋণের অর্থ ছাড়, রেমিট্যান্সের ডলার ভাঙানো, সঞ্চয়পত্র ভাঙানো ও মুনাফা উত্তোলনের মতো সব ধরনের লেনদেন আজই করতে হবে। এজন্য ব্যাংকগুলো প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে। কেন্দ্রীয় ব্যাংক থেকে অতিরিক্ত টাকার জোগান দেওয়া হয়েছে, যাতে ঈদের আগে গ্রাহকদের চাহিদা পূরণ করা যায়। তবে কলমানি বাজারে সুদের হার এখনও ১০-১২ শতাংশের মধ্যে স্থিতিশীল রয়েছে।
আজ নগদ টাকার চাহিদা বেশি থাকলেও কলমানির সুদের হার স্থিতিশীল থাকবে বলে ব্যাংক তহবিল ব্যবস্থাপকরা জানিয়েছেন। তারা বলছেন, গ্রাহকদের চাহিদা মেটাতে ব্যাংকগুলো আগে থেকেই প্রস্তুত ছিল।
এদিকে, ঈদের আগে বিশেষ ব্যবস্থায় ২৮ মার্চ (শুক্রবার) ও ২৯ মার্চ (শনিবার) কিছু ব্যাংক শাখা খোলা থাকবে। শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং শনিবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত লেনদেন করা যাবে। ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের কিছু এলাকায় শাখাগুলো খোলা থাকবে। শনিবার বৈদেশিক মুদ্রার লেনদেনকারী শাখাগুলোও স্বাভাবিক সময়ে খোলা থাকবে। তবে এই দুই দিন শুধু টাকা উত্তোলন, চেক নগদায়ন ও বেতন-ভাতা পরিশোধের মতো জরুরি লেনদেনই করা যাবে। ঋণ সংক্রান্ত কোনো কাজ করা যাবে না।
ব্যাংকগুলো আগামী ৬ এপ্রিল (রোববার) স্বাভাবিক সময়ে খুলবে। সেদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত লেনদেন চলবে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.