বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যাচেষ্টার মামলায় রংপুর মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিউর রহমান স্বাধীনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার(২৪ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।
রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান এই তথ্য নিশ্চিত করে বলেন, "গ্রেফতারকৃত স্বাধীন রংপুর মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরে গত ৭ নভেম্বর একটি হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়। যেখানে স্বাধীন ৩০ নম্বর আসামি।"
রংপুর পুলিশ কমিশনার মো. মজিদ আলী জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় স্বাধীনকে শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, "বৈষম্যবিরোধী আন্দোলন দমাতে রংপুরে সংঘটিত হামলার পরিকল্পনা ও বাস্তবায়নে স্বাধীন অন্যতম মাস্টারমাইন্ড। এ ছাড়া, হামলার অর্থায়নেও তার সম্পৃক্ততার প্রমাণ মিলেছে।"
গ্রেফতারকৃত স্বাধীন রংপুর শহরের কামারপাড়া এলাকার মৃত মমতাজ উদ্দিনের ছেলে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.