গ্রীষ্মের তীব্র তাপদাহে বিদ্যুতের ব্যবহার বেড়ে যায়, যার ফলে মাস শেষে বিদ্যুৎ বিলও অনেক বেশি হয়ে আসে। তবে কিছু সহজ ও কার্যকর অভ্যাস মেনে চললে গরমের সময়ও বিদ্যুৎ বিল নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
চলুন জেনে নেওয়া যাক বিদ্যুৎ সাশ্রয়ের কিছু কার্যকর উপায়:
অনেকেই সস্তার কারণে উইন্ডো এসি ব্যবহার করেন, যা প্রচুর বিদ্যুৎ খরচ করে। পরিবর্তে ৫-স্টার রেটিংযুক্ত ইনভার্টার এসি বা স্প্লিট এসি ব্যবহার করলে বিদ্যুৎ বিল উল্লেখযোগ্যভাবে কমে যাবে।
ইলেকট্রিক গিজার অত্যন্ত বেশি বিদ্যুৎ খরচ করে। এর পরিবর্তে—
✅ পানি গরম করার রড ব্যবহার করা যেতে পারে, যা তুলনামূলক কম বিদ্যুৎ খরচ করে।
✅ গ্যাস গিজার ব্যবহার করলে বিদ্যুৎ সাশ্রয় হবে।
✅ রান্নাঘরের বায়ু চলাচলের জন্য অনেকেই ইলেকট্রিক চিমনি ব্যবহার করেন, যা অনেক বিদ্যুৎ খরচ করে।
✅ এটি চালু রেখে বন্ধ করতে ভুলে গেলে বিদ্যুৎ বিল আরও বেশি আসে।
✅ পরিবর্তে এক্সজস্ট ফ্যান ব্যবহার করুন, যা কার্যকর এবং বিদ্যুৎ খরচও কম।
✅ সিলিং ফ্যানের স্পিড প্রয়োজন অনুযায়ী ঠিক রাখুন এবং ব্যবহার না হলে বন্ধ করুন।
✅ এনার্জি সেভিং এলইডি লাইট ব্যবহার করলে বিদ্যুৎ বিল কমবে।
✅ ল্যাপটপ, মোবাইল ও অন্যান্য ইলেকট্রনিক্স ডিভাইস চার্জ শেষ হলে চার্জার আনপ্লাগ করুন।
✅ টিভি, ওভেন, ওয়াই-ফাই রাউটার, কম্পিউটার পরিচালনার পর সুইচ বন্ধ করুন।
✅ দিনের বেলা খড়খড়ি, জানালা বা পর্দা সরিয়ে ঘরে প্রাকৃতিক আলো ও বাতাস প্রবেশ করতে দিন।
✅ অপ্রয়োজনীয় লাইট ও ফ্যান বন্ধ রাখুন, এতে বিদ্যুৎ সাশ্রয় হবে।
বিদ্যুৎ বিল কমানোর জন্য ছোট ছোট অভ্যাস পরিবর্তন করলেই পার্থক্য দেখা যাবে। আধুনিক ও এনার্জি-সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহারের পাশাপাশি সচেতন হলে গরমের সময়ও বিদ্যুৎ খরচ কমানো সম্ভব।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.