বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর মধ্যে ফেসবুক অন্যতম। প্রতিদিন কোটি কোটি মানুষ এই প্ল্যাটফর্মে সময় ব্যয় করেন, যা ফেসবুককে আয় করার একটি অসাধারণ মাধ্যম হিসেবে গড়ে তুলেছে। ফেসবুকের ভিডিও, রিলস এবং পেজ থেকে আয়ের সুযোগ অনেকদিন ধরেই রয়েছে। তবে সম্প্রতি মেটা ফেসবুকের স্টোরি থেকেও অর্থ উপার্জনের নতুন সুযোগ চালু করেছে।
ফেসবুক এখন পাবলিক স্টোরিগুলোর ভিউয়ের ভিত্তিতে কনটেন্ট ক্রিয়েটরদের অর্থ উপার্জনের সুযোগ দিচ্ছে। অর্থাৎ, যদি আপনি কোনো ভিডিও, ছবি বা কনটেন্ট ফেসবুক স্টোরিতে শেয়ার করেন এবং তা বেশি ভিউ পায়, তাহলে আপনি এর মাধ্যমে আয় করতে পারবেন।
এই সুবিধাটি স্বয়ংক্রিয়ভাবে ফেসবুক মনিটাইজেশন প্রোগ্রামের সদস্যদের জন্য চালু হবে। এর মানে, যারা ইতোমধ্যে ফেসবুকের ইন-স্ট্রিম অ্যাড, রিলস অ্যাড বা অন্য কোনো মনিটাইজেশন সুবিধা পাচ্ছেন, তারা স্টোরি থেকেও আয় করতে পারবেন।
ফেসবুক স্টোরির পেমেন্ট নির্ধারিত হবে কনটেন্টের পারফরম্যান্সের ভিত্তিতে। তবে এটি নির্দিষ্ট সংখ্যক ভিউয়ের শর্ত ছাড়াই পাওয়া যাবে, যা ক্রিয়েটরদের জন্য আরও সহজতর করবে।
গত বছর ফেসবুক তার কনটেন্ট মনিটাইজেশন প্রোগ্রামকে আরও সহজ করে ইন-স্ট্রিম বিজ্ঞাপন, রিলস অ্যাড এবং পারফরম্যান্স বোনাস প্রোগ্রামগুলোকে একত্রিত করেছিল। ফলে স্টোরির জন্য আলাদা কোনো মনিটাইজেশন সেটআপ করার দরকার নেই।
যারা ফেসবুকে কনটেন্ট তৈরি করেন, তাদের জন্য স্টোরির মাধ্যমে আয় করার নতুন এই সুযোগ বেশ কার্যকর হতে পারে। তাই এখনই পাবলিক স্টোরি পোস্ট করা শুরু করুন এবং আপনার কনটেন্ট থেকে আয় করার পথ তৈরি করুন!
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.