শাকিব খানের নতুন চলচ্চিত্র ‘বরবাদ’ নিয়ে ঈদ উৎসবের উন্মাদনা থাকলেও এখন অনিশ্চয়তা দেখা দিয়েছে। ছবিটি এখনও সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েনি, কারণ বিদেশি শিল্পী ও কলাকুশলী নিয়ে শুটিং করায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন মেলেনি। প্রযোজক ও নির্মাতারা আশাবাদী যে ঈদের আগেই সব জটিলতা কাটিয়ে ছবিটি মুক্তি দেওয়া সম্ভব হবে।
যদি ‘বরবাদ’ মুক্তি না পায়, তাহলে শাকিবের আরেকটি ছবি ‘অন্তরাত্মা’ ঈদে মুক্তি পেতে পারে। এছাড়া, ‘জংলি’ ও ‘দাগি’ ছবি দুটি হল ভাগ করে নেবে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, শাকিব খান ‘বরবাদ’ নিয়ে অনিশ্চয়তা উপেক্ষা করে রায়হান রাফীর নতুন ছবি ‘তাণ্ডব’-এর শুটিং শুরু করেছেন। ঈদের আগে ঢাকায় প্রথম লটের শুটিং চলবে।
ঈদে শাকিবের ছবি মুক্তি না পাওয়ার সম্ভাবনায় ভক্তরা হতাশ, তবে নির্মাতা ও প্রযোজকরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.