এবারের আইপিএলে দলীয় স্কোর ৩০০ ছাড়ানোর সম্ভাবনার কথা আগেই উল্লেখ করেছিলেন গুজরাট টাইটানসের অধিনায়ক শুবমান গিল। সানরাইজার্স হায়দরাবাদ সেই লক্ষ্যের খুব কাছাকাছি পৌঁছালেও শেষ পর্যন্ত ৩০০ রান করতে পারেনি। তবে হায়দরাবাদ তাদের প্রদর্শনী দিয়ে আইপিএল ইতিহাসে আবারও নিজেদের নাম লিখিয়েছে।
ঘরের মাঠে হায়দরাবাদ আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় স্কোর ২৮৬ রান করেছে। এর আগে, ২০২৪ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ২৮৭ রানের রেকর্ড গড়েছিল তারা। এবারও সেই ধারাবাহিকতা বজায় রেখেছে দলটি।
সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটিং তাণ্ডবের সূচনা করেছিলেন ট্রাভিস হেড। তিনি মাত্র ৩১ বলে ৬৭ রানের ঝড়ো ইনিংস খেলেন। তবে আজকের ম্যাচের আসল নায়ক ছিলেন ঈশান কিষান। হায়দরাবাদের হয়ে অভিষেক ম্যাচেই তিনি রচনা করেছিলেন এক বিস্ময়কর সেঞ্চুরি। মুম্বাই ইন্ডিয়ানস ছেড়ে এবার প্রথম অন্য দলের হয়ে খেলতে নেমেই তিনি এই কীর্তি গড়েন।
আগের ৭টি আইপিএল আসরে সেঞ্চুরি না করলেও হায়দরাবাদের জার্সিতে প্রথম ম্যাচেই তিনি পূর্ণ করেন সেই স্বপ্ন। মাত্র ৪৭ বলে ১০৬ রানের অপরাজিত ইনিংস খেলে তিনি দলকে বিশাল স্কোরের পথে এগিয়ে নেন। তার ইনিংসে ছিল ১১টি চার এবং ৬টি ছক্কা, যার স্ট্রাইক রেট ছিল ২২৫.৫৩।
২০২০ সালে আইপিএলে সেঞ্চুরির খুব কাছাকাছি গিয়েও তা ছুঁতে পারেননি কিষান। বেঙ্গালুরুর বিপক্ষে ইসুরু উদানার বলে ৯৯ রানে আউট হয়ে স্বপ্নভঙ্গ হয় তার। তবে এবার সেই অপূর্ণ স্বপ্ন পূরণ করেছেন ২৬ বছর বয়সী এই তরুণ ব্যাটার। দুবাইয়ে না পারলেও হায়দরাবাদের মাঠে তিনি প্রমাণ করলেন, তিনি এখনও ফর্মে রয়েছেন।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.