সৌদি আরবের পবিত্র দুই মসজিদ— মসজিদুল হারাম ও মসজিদে নববীর ইমামদের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব অ্যাকাউন্ট দেখা যায়, সেগুলো ভুয়া।
পবিত্র দুই মসজিদ বিষয়ক ভেরিফায়েড ফেসবুক পেজ "ইনসাইড দ্য হারামাইন" নিশ্চিত করেছে যে, মসজিদুল হারাম ও মসজিদে নববীর কোনো ইমামের সোশ্যাল মিডিয়ায় অফিসিয়াল অ্যাকাউন্ট নেই।
বর্তমানে বিভিন্ন ফেসবুক, টুইটার (এক্স) ও অন্যান্য সোশ্যাল মিডিয়ায় হারামাইনের ইমামদের নামে অসংখ্য অ্যাকাউন্ট দেখা যায়। এসব অ্যাকাউন্ট থেকে বিভিন্ন ইস্যুতে পোস্ট করা হয়, যা মুসলিম বিশ্বে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করে।
সম্প্রতি ফিলিস্তিনে যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরায়েলের হামলার পর মসজিদুল হারামের ইমাম শায়খ ইয়াসির আদ-দাওসারির নামে পরিচালিত একটি ভুয়া অ্যাকাউন্ট থেকে কিছু পোস্ট ও দোয়া ভাইরাল হয়।
"ইনসাইড দ্য হারামাইন" কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে—
📌 দুই পবিত্র মসজিদের ইমামদের কোনো অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নেই।
📌 তাদের নামে চালানো সব অ্যাকাউন্ট ভুয়া এবং এসব থেকে ছড়ানো তথ্য বিভ্রান্তিকর হতে পারে।
📌 সোশ্যাল মিডিয়ায় ইমামদের কোনো বক্তব্য বা পোস্ট দেখে যাচাই না করে বিশ্বাস করা উচিত নয়।
মুসলিম উম্মাহকে ভুয়া অ্যাকাউন্টের বিভ্রান্তি থেকে সাবধান থাকার আহ্বান জানানো হয়েছে এবং শুধু হারামাইন কর্তৃপক্ষের অফিসিয়াল চ্যানেল থেকে তথ্য গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.