সোমালিয়ার রাজধানী মোগাদিশুর কাছে কেনিয়া-নিবন্ধিত একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে থাকা পাঁচজনই নিহত হয়েছেন।
প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে, বিমানটি শনিবার (২২ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যা ৫টা ৪৩ মিনিটে মোগাদিশুর দক্ষিণ-পশ্চিমে প্রায় ২৪ কিলোমিটার দূরে বিধ্বস্ত হয়। খবর বার্তা সংস্থা মেহের-এর।
সোমালিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (এসসিএএ) এক বিবৃতিতে নিশ্চিত করেছে—
বিধ্বস্ত বিমানটি DHC-5D Buffalo মডেলের ছিল।
এর নিবন্ধন নম্বর ছিল 5Y-RBA।
বিমানটি ট্রাইডেন্ট এভিয়েশন লিমিটেড পরিচালনা করছিল।
এটি ধোবলি থেকে উড্ডয়ন করে মোগাদিশুর আদেন আবদুল্লাহ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাচ্ছিল।
বিমানে থাকা পাঁচজনের সবাই নিহত হয়েছেন, যাদের মধ্যে চারজন কেনিয়ার নাগরিক ছিলেন।
সরকারি সংস্থাগুলো এবং সহযোগী দলগুলো ইতোমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে ও উদ্ধার অভিযান চালাচ্ছে।
বার্তা সংস্থা মেহেরে-এর প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটি ধোবলিতে অবস্থানকালে যান্ত্রিক সমস্যার সম্মুখীন হয়েছিল। পরে তা মেরামত করা হলেও উড্ডয়নের পরই দুর্ঘটনার কবলে পড়ে।
এসসিএএ জানিয়েছে, তারা দুর্ঘটনার বিস্তারিত তদন্ত করছে এবং নতুন তথ্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.