আইপিএলের ১৮তম আসরের পর্দা উঠছে কোলকাতা নাইট রাইডার্স (কেকেআর) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)-এর মধ্যকার ম্যাচ দিয়ে। উদ্বোধনী অনুষ্ঠান বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে এবং স্থায়ী হবে ১ ঘণ্টা। অনুষ্ঠানটি টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১ টিভিতে সরাসরি দেখানো হবে। এছাড়া স্পোর্টজেডএক্স অ্যাপ-এর মাধ্যমেও উপভোগ করা যাবে।
উদ্বোধনীতে বলিউড তারকা শাহরুখ খান, সালমান খান, শ্রদ্ধা কাপুর, দিশা পাটানি, অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল এবং মার্কিন পপ ব্যান্ড ওয়ান রিপাবলিক-এর পারফরম্যান্স থাকবে। এছাড়াও একাধিক কিংবদন্তি ক্রিকেটারও উপস্থিত থাকবেন।
এই আসরে বোলাররা রিভার্স সুইংয়ের জন্য লালা ব্যবহারের অনুমতি পাবেন, যা ম্যাচগুলোকে আরও রোমাঞ্চকর করে তুলবে। কেকেআর ও আরসিবির মধ্যে প্রথম ম্যাচটি কে জিতবে, সেটাই এখন দেখার অপেক্ষা!
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.