দুই বছরের মধ্যে তিউনিশিয়ার প্রেসিডেন্ট কাইস সাইদ তিনজন প্রধানমন্ত্রীকে বরখাস্ত করেছেন। সর্বশেষ প্রধানমন্ত্রী কামেল মাদৌরিকে এক বছরেরও কম সময়ের মধ্যে বরখাস্ত করার পর দেশটির রাজনৈতিক সংকট আরও তীব্র হয়ে উঠেছে। খবর আল-জাজিরার।
বৃহস্পতিবার রাতে কাইস সাইদ এক ঘোষণায় কামেল মাদৌরির পরিবর্তে সারা জাফারানিকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেন। সারা জাফারানি ২০২১ সাল থেকে তিউনিশিয়ার সরঞ্জাম ও আবাসন মন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তিনি তিউনিশিয়ার ইতিহাসে দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন।
২০২৪ সালে পুনর্নির্বাচিত হওয়ার পর কাইস সাইদ দেশের অর্থনীতিকে স্থিতিশীল করার জন্য লড়াই শুরু করেন, তবে নির্বাচনে ভোটারের উপস্থিতি ছিল কম। এরপর থেকেই তিনি বিরোধী রাজনীতিক, সাংবাদিক এবং ব্যবসায়ীদের উপর নিপীড়ন বাড়িয়ে দেন।
তিউনিশিয়ার প্রেসিডেন্টের রয়েছে যে কোনো বিচারক, মন্ত্রী বা প্রধানমন্ত্রী বরখাস্ত করার এখতিয়ার। সম্প্রতি তিনি বেশ কয়েকজন মন্ত্রীর ভূমিকার সমালোচনা করেছেন এবং মনে করেন যে অনেক মন্ত্রীই যথাযথ যোগ্যতা অর্জনে অক্ষম এবং জনগণের আকাঙ্ক্ষা বুঝতে ব্যর্থ। গত মাসেও তিনি দেশটির অর্থমন্ত্রী সিহেম বৌঘদিরিকে অপসারণ করেছেন।
নতুন প্রধানমন্ত্রী সারা জাফারানিকে নিয়োগের পর প্রেসিডেন্ট কাইস সাইদ তাকে একটি ফেসবুক বার্তার মাধ্যমে সরকারের সহায়তায় ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি জাফারানিকে তিউনিশিয়ার জনগণের আশা পূরণের পথে সকল বাধা দূর করার নির্দেশ দেন।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.