সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়ন্ত্রণ আরোপের অভিযোগে ভারত সরকারের বিরুদ্ধে মামলা করেছে ইলন মাস্কের মালিকানাধীন ‘এক্স’ (সাবেক টুইটার)।
বৃহস্পতিবার (২০ মার্চ) কর্ণাটকের হাইকোর্টে এই মামলা করা হয়েছে।
ভারত বেআইনিভাবে কনটেন্ট নিয়ন্ত্রণ ও সেন্সরশিপ চালাচ্ছে।
তথ্যপ্রযুক্তি আইনের ৭৯(৩)(বি) ধারা সুপ্রিম কোর্টের রায় লঙ্ঘন করছে।
সরকার আদালতের অনুমতি ছাড়া কনটেন্ট নিয়ন্ত্রণ করতে পারবে না।
আইসিটি আইন ব্যবহার করে ভারতীয় সরকার সমান্তরাল আইন ব্যবস্থা তৈরি করেছে, যা অনৈতিক ও অবৈধ।
তথ্যপ্রযুক্তি আইনের ৭৯(৩)(বি) ধারা অনুযায়ী, আদালতের আদেশ বা সরকারের নির্দেশ পেলে ৩৬ ঘণ্টার মধ্যে প্ল্যাটফর্মগুলোকে অবৈধ কনটেন্ট সরাতে হবে।
না মানলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সরকারের দাবি, আদালত ছাড়াও সরকার এ বিষয়ে নির্দেশ দিতে পারে।
এক্স মনে করে, কনটেন্ট নিয়ন্ত্রণের ক্ষমতা একমাত্র আদালতেরই থাকা উচিত।
এই মামলার রায় ভারতে সামাজিক যোগাযোগমাধ্যমের ভবিষ্যৎ সেন্সরশিপ নীতির ওপর বড় প্রভাব ফেলতে পারে।
ভারত ও এক্সের মধ্যে মতবিরোধের নিষ্পত্তি আদালতেই হবে।
এটি বাকস্বাধীনতা ও প্রযুক্তি সংস্থার নিয়ন্ত্রণ প্রসঙ্গে গুরুত্বপূর্ণ নজির সৃষ্টি করবে।
সূত্র: দ্য গার্ডিয়ান, এনডিটিভি
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.