নাটক ও চলচ্চিত্রের দুই জনপ্রিয় শিল্পী সিয়াম আহমেদ ও জান্নাতুল সুমাইয়া হিমি এবার হাজির হচ্ছেন জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’-তে। তবে অভিনয়ে নয়, গান গেয়ে চমক দিতে চলেছেন তারা।
ঈদ উপলক্ষে ‘ইত্যাদি’-র বিশেষ আয়োজনে একটি গানে কণ্ঠ দিয়েছেন সিয়াম ও হিমি। ছোটবেলা থেকে হিমির গানের চর্চা থাকলেও, সিয়ামের জন্য এটি একেবারেই নতুন অভিজ্ঞতা। এরই মধ্যে গানটির রেকর্ডিং ও দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে।
বরাবরের মতো এবারও ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনায় আছেন হানিফ সংকেত। অনুষ্ঠানটি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘তুমি আমায় ভালোবাসো, আমি তোমায় ভালোবাসি’ শিরোনামের গানটি লিখেছেন কবির বকুল। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান।
সিয়াম জানিয়েছেন, এই প্রথমবারের মতো তিনি গান গাইলেন। গান গাওয়ার প্রসঙ্গে তিনি বলেন—
"আমি কখনো গান গাইনি। হানিফ সংকেত ও কবির বকুলের অনুরোধে এই গানটি করেছি।"
নিজেকে ‘গানের জগতের বাইরের মানুষ’ হিসেবে উল্লেখ করে সিয়াম আরও বলেন—
"আমি ভালো গান গাই না। কিন্তু তারা বললেন, এটা দর্শকদের জন্য ঈদ উপহার, তাই গানটা গেয়েছি।"
গানটির সংগীত পরিচালক ইমরান সম্পর্কে সিয়াম বলেন—
"ইমরান এত মেলোডিয়াস একটা সুর করেছেন, আমার মনে হয় না অন্য কেউ হলে এর চেয়ে ভালো কিছু করতে পারত। গানটা ফিল্মি, সুন্দর।"
এর আগেও ‘ইত্যাদি’-তে অভিনেতা-অভিনেত্রীদের গান গাওয়ার নজির রয়েছে। গত বছর প্রথমবারের মতো গানে হাজির হয়েছিলেন তাসনিয়া ফারিণ, যেখানে তিনি অভিনেতা ও গায়ক তাহসান খানের সঙ্গে গান গেয়েছিলেন। গানটি প্রচারের পর বেশ জনপ্রিয়তা পেয়েছিল।
ঈদের পরদিন বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড-এ রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচারিত হবে ‘ইত্যাদি’।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.