ইসরাইল গত তিন দিন ধরে গাজায় ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে। এতে এখন পর্যন্ত ৭ শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরাইলের এই বর্বর হামলার বিরুদ্ধে বুধবার স্পেনের মাদ্রিদ শহরে ব্যাপক বিক্ষোভ হয়েছে।
নিরীহ ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করে নাগরিক সমাজ সংগঠনগুলোর আহ্বানে মাদ্রিদের কাইয়াও স্কয়ারে বিপুল সংখ্যক মানুষ জড়ো হন।
স্পেন সরকার দাবি করেছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে তারা ইসরাইলে অস্ত্র রপ্তানি স্থগিত করেছে। তবে সোলিডারিটি নেটওয়ার্ক অ্যাগেইনস্ট দ্য অকুপেশন অব প্যালেস্টাইন (RESCOP) সংগঠন দাবি করেছে, স্পেন এখনো ইসরাইলের সঙ্গে অস্ত্র বাণিজ্য চালিয়ে যাচ্ছে।
বিক্ষোভকারীরা ঘোষণা দিয়েছে, সান সেবাস্তিয়ানসহ স্পেনের অন্যান্য শহরেও সাপ্তাহিক ছুটির দিনে ইসরাইলের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি চলবে।
গত ১৯ জানুয়ারি থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘন করে ১৮ মার্চ থেকে ইসরাইল গাজায় তীব্র বিমান হামলা চালাচ্ছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.