রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধে শিগগিরই একটি চুক্তি বাস্তবায়ন সম্ভব বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
তবে মস্কো যদি এই চুক্তির শর্ত লঙ্ঘন করে, তাহলে ইউক্রেন উপযুক্ত ব্যবস্থা নেবে বলেও হুঁশিয়ার করেছেন তিনি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসের ওভাল অফিসে তর্ক-বিতর্কের পর, বুধবার প্রথমবারের মতো টেলিফোনে দুই নেতার মধ্যে কথা হয়।
জেলেনস্কি জানিয়েছেন, কিয়েভ ইতোমধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অবকাঠামোর তালিকা তৈরি করেছে। ওয়াশিংটনের মধ্যস্থতায় চলমান সম্ভাব্য যুদ্ধবিরতি আলোচনায় এসব বিষয় গুরুত্ব পাবে।
তিনি আরও জানান, তালিকায় শুধু জ্বালানি অবকাঠামো নয়, বরং রেল ও বন্দর অবকাঠামোও অন্তর্ভুক্ত রয়েছে।
ট্রাম্পের সঙ্গে আলাপের একদিন আগেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প। ওই আলোচনায় পুতিন জ্বালানি অবকাঠামোতে হামলা স্থগিত রাখতে সম্মত হয়েছেন।
জেলেনস্কি বলেন, "আমি বুঝতে পেরেছি, যতক্ষণ না আমরা (রাশিয়ার সঙ্গে) কোনো চুক্তিতে উপনীত হই, যতক্ষণ পর্যন্ত আংশিক হলেও লিখিত যুদ্ধবিরতি না হয়, ততক্ষণ সব কিছু অনিশ্চিত থাকবে।"
বুধবার অনলাইনে এক সংবাদ সম্মেলনে জেলেনস্কিকে বেশ ক্লান্ত দেখাচ্ছিল। ট্রাম্পের সঙ্গে তার ফোনালাপ সম্পর্কে তিনি বলেন, "এবারের কথোপকথন সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক ছিল। আমি কোনো চাপ অনুভব করিনি।"
ট্রাম্পের সম্ভাব্য ইউক্রেন সফর নিয়ে এক প্রশ্নের জবাবে জেলেনস্কি বলেন, তিনি এখনো চান যে মার্কিন প্রেসিডেন্ট কিয়েভ সফর করুন। তার বিশ্বাস, ট্রাম্পের সফর যুদ্ধ বন্ধের উদ্যোগকে এগিয়ে নিতে সাহায্য করবে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.