অবৈধভাবে ভারত গমন ও বসবাসের অভিযোগে পাঁচ বছর কারাভোগের পর শুক্রবার রাতে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল স্থলবন্দর দিয়ে তাদের বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
ফিরে আসা ২১ জনের মধ্যে ১০ জন মেয়েশিশু, ৯ জন ছেলেশিশু, ১ জন তরুণ ও ১ জন তরুণী রয়েছেন। শিশুদের বয়স ১ বছর ৭ মাস থেকে ১৮ বছরের নিচে। তরুণ ও তরুণীর বয়স যথাক্রমে ১৯ ও ২০ বছর। তারা যশোর, সাতক্ষীরা, খুলনা, নড়াইল, ফরিদপুর, ঢাকা, কক্সবাজার, নাটোর ও রাজবাড়ী জেলার বাসিন্দা।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, এসব তরুণ-তরুণী রোজগারের আশায় দালালের প্ররোচনায় এবং শিশুরা তাদের মা-বাবার সঙ্গে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে গিয়েছিলেন। পরে সেখানে কাজ করার সময় অবৈধভাবে বসবাসের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে। এরপর তাদের জেলে প্রেরণ করা হয়। কারাগার থেকে একটি ভারতীয় সংগঠন তাদের মুক্ত করে নিজস্ব শেল্টার হোমে রাখে। শুক্রবার বিকাল ৩টা ৫৫ মিনিটে ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আহমেদ জানান, বিশেষ ট্রাভেল পারমিটে ফেরত আসা বাংলাদেশিদের বেনাপোল বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে দুটি বেসরকারি প্রতিষ্ঠান তাদের পরিবারের কাছে পৌঁছে দেবে।
বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া বলেন, শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ফেরত আসা বাংলাদেশিদের দুটি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রতিষ্ঠান দুটি তাদের নিজ নিজ পরিবারের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নেবে।
এই ঘটনায় অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার ঝুঁকি এবং দালালদের প্ররোচনায় পড়ে বিপদে পড়া বাংলাদেশিদের বিষয়ে সচেতনতা বাড়ানোর প্রয়োজনীয়তা উঠে এসেছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.