বিশ্ববাজারে সোনার দাম আরও বৃদ্ধি পেয়েছে। বুধবার (১৯ মার্চ) স্পট সোনার দাম আউন্সপ্রতি শূন্য দশমিক দুই শতাংশ বেড়ে ৩,০৩৯ ডলারে পৌঁছেছে। এর আগের সেশনে এটি ৩,০৪৫ ডলারেরও বেশি হয়েছিল। জানুয়ারি মাসের পর থেকে এটি ১৫তমবারের মতো মূল্য বৃদ্ধি পেল।
এদিন মার্কিন সোনার দামও আউন্সপ্রতি শূন্য দশমিক দুই শতাংশ বেড়ে ৩,০৪৬ ডলারে দাঁড়িয়েছে।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের উত্তেজনা ও যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির কারণে বিশ্ববাজারে সোনার দাম বেড়েছে।
সিটি ইনডেক্সের সিনিয়র বিশ্লেষক ম্যাট সিম্পসন বলেন, বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে এক মাসের মধ্যে সোনার দাম ৩,২০০ ডলারে পৌঁছাতে পারে।
শুক্রবার (১৪ মার্চ) বিশ্ববাজারে সোনার দাম ইতিহাসে প্রথমবারের মতো আউন্সপ্রতি ৩,০০০ ডলারে পৌঁছায়। মূলত যুক্তরাষ্ট্রের বাণিজ্য নীতির অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীরা সোনার দিকে ঝুঁকছেন।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সব ধরনের ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ কার্যকর করেছেন।
এর প্রতিক্রিয়ায় ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা হিসেবে ২৮ বিলিয়ন ডলার মূল্যের মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপের পরিকল্পনা করছে।
সূত্র: রয়টার্স
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.