সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে বাসা থেকে অস্ত্র উদ্ধারের অভিযোগে দায়ের করা মামলায় ১৭ বছরের সাজা থেকে খালাস পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। হাইকোর্টের একটি বেঞ্চ এই রায় দিয়েছেন।
বিস্তারিত জানা গেছে, ২০০৭ সালের সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় লুৎফুজ্জামান বাবরের বাসা থেকে অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযোগে মামলা দায়ের করা হয়। এরপর ২০০৮ সালে একটি নিম্ন আদালত তাকে ১৭ বছরের কারাদণ্ড দেয়। তিনি এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন।
হাইকোর্টের বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি এস. এম. মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ বাবরের আপিলের পক্ষে রায় দেন। আদালত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে।
এই মামলার শুনানিতে বাবরের পক্ষে আইনজীবীরা যুক্তি তুলে ধরেন যে, তদন্তে যথেষ্ট ত্রুটি রয়েছে এবং অভিযোগ প্রমাণের জন্য কোনো শক্ত প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়নি। আদালত এই যুক্তি মেনে নিয়ে রায় দেন।
লুৎফুজ্জামান বাবর বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই রায়ের মাধ্যমে তার দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান হলো।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.