গাজায় যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪০৪-এ পৌঁছেছে, আহত হয়েছেন অন্তত ৫৬২ জন। নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
চলতি বছরের ১৯ জানুয়ারি হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়, যা ৪২ দিনের জন্য নির্ধারিত ছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যেই আলোচনা থমকে যায় এবং ইসরায়েল যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর চেষ্টা করে। হামাস এ প্রস্তাব প্রত্যাখ্যান করলে ইসরায়েল গাজায় নতুন করে হামলা শুরু করে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, বন্দি বিনিময় চুক্তিতে অগ্রগতি না হওয়ায় তিনি এই হামলার নির্দেশ দিয়েছেন। ইসরায়েল দাবি করেছে, হামাসের সামরিক স্থাপনা ও নেতাদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলি হামলায় হাসপাতালগুলোতে চাপ বেড়েছে, চিকিৎসা সরঞ্জামের অভাব দেখা দিয়েছে। আহতদের জরুরি চিকিৎসা দেওয়া কঠিন হয়ে পড়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে অন্তত ১,১৩৯ জন নিহত হয় এবং ২০০ জনেরও বেশি মানুষ বন্দি হয়। এর জবাবে ইসরায়েল গাজায় ব্যাপক হামলা চালায়, যাতে এখন পর্যন্ত ৪৮,৫৭৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ১,১২,০৪১ জন আহত হয়েছেন। গাজার গণমাধ্যম কার্যালয় জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে আরও হাজারো মানুষ আটকা পড়ে প্রাণ হারিয়েছে, ফলে প্রকৃত মৃতের সংখ্যা ৬১,৭০০ ছাড়িয়ে যেতে পারে।
ইসরায়েলের এই হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘসহ বিভিন্ন দেশ, যার মধ্যে ফ্রান্স, তুরস্ক, কাতার, সুইজারল্যান্ড এবং চীন উল্লেখযোগ্য। তারা অবিলম্বে সংঘর্ষ বন্ধের আহ্বান জানিয়েছে এবং গাজায় মানবিক সহায়তা বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়েছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.