অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, পুলিশের ভূমিকা বদলাতে হবে। তিনি নতুন শপথ নিয়ে জনগণের বন্ধু হয়ে আইন ও শৃঙ্খলা প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন।
📢 ড. ইউনূস বলেন:
✅ "আমরা নতুন বাংলাদেশ গড়ব, যেখানে পুলিশ হবে আইনের আশ্রয়দাতা।"
✅ "ভালো কাজ আগে করব, ভালোটা আগে দেখাব—পুলিশের ভাবমূর্তিতে পরিবর্তন আনতে হবে।"
✅ "নির্বাচনের সময় পুলিশকে নিরপেক্ষ থাকতে হবে এবং রাজনৈতিক চাপ মোকাবিলা করতে হবে।"
📍 আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন:
📌 "নির্বাচনের সময় বিভিন্ন চাপ আসবে, কেউ কেউ ডেসপারেট হয়ে পড়বে, কিন্তু পুলিশকে আইনের মধ্যে থেকেই দায়িত্ব পালন করতে হবে।"
📌 "যে সরকার আইন ভেঙে ক্ষমতায় আসবে, সে কখনো আইন ধরে রাখতে পারবে না। কারণ, আইন ভাঙাই তখন তার অভ্যাস হয়ে যাবে।"
🗣 ড. ইউনূস বলেন:
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.