দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পর নিজেকে সামলে নিয়েছেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। এমনকি সম্প্রতি তার নতুন প্রেমের গুঞ্জনও ছড়িয়েছে।
একসময় নাগা চৈতন্যের সঙ্গে সম্পর্কের স্মারক হিসেবে হাতে একটি ট্যাটু করিয়েছিলেন সামান্থা। বিশেষ বিষয় হলো, এটি নাগা চৈতন্যের হাতের ট্যাটুর অনুকরণেই তৈরি করা হয়েছিল।
বিচ্ছেদের পরও সেই ট্যাটুটি তার হাতে রয়ে গিয়েছিল, যা নিয়ে একাধিকবার কটাক্ষের মুখে পড়তে হয়েছে অভিনেত্রীকে। কিন্তু সম্প্রতি প্রকাশিত কিছু ছবিতে সেই ট্যাটু আর দেখা যাচ্ছে না। ফলে নেটিজেনদের অনুমান, অবশেষে সামান্থা সেই ট্যাটুটি মুছে ফেলেছেন।
এদিকে, নাগা চৈতন্যের হাতের সেই একই ট্যাটু এখনও দেখা যায়। তবে সামান্থা যে নতুন করে জীবন শুরু করতে আরও একধাপ এগিয়ে গেছেন, তা স্পষ্ট।
এটিই প্রথম নয়, এর আগেও নিজের বিয়ের পোশাকে পরিবর্তন এনেছিলেন সামান্থা। শুধু তাই নয়, বাগদানের সময় নাগা চৈতন্যের দেওয়া আংটি লকেট হিসেবে ব্যবহার করছেন তিনি। বেশ কিছু অনুষ্ঠানে সেই লকেট পরে উপস্থিতও হয়েছেন অভিনেত্রী।
সম্প্রতি সামাজিক মাধ্যমে নিজের কিছু ছবি শেয়ার করেছেন সামান্থা। সেখানে তার হাতে ট্যাটুটির কোনো চিহ্নই দেখা যায়নি।
নেটিজেনরা মনে করছেন, এটি শুধু একটি ট্যাটু মোছা নয়, বরং পুরনো স্মৃতি মুছে নতুন জীবনের পথে এগিয়ে যাওয়ার সাহসী পদক্ষেপ। তার এই সিদ্ধান্তকে অনুরাগীরা সাধুবাদ জানিয়েছেন
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.