সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের পুত্র আসিবুর রহমান খানকে ঢাকার বাড্ডায় রফিকুল ইসলাম নামে এক ব্যক্তির গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার মামলায় চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালত সোমবার (১৭ মার্চ) এ আদেশ দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা আসিবুর রহমানকে আদালতে হাজির করে সুষ্ঠু তদন্তের স্বার্থে পাঁচদিনের রিমান্ডের আবেদন করেন। অন্যদিকে, আসামির আইনজীবী মিজানুর রহমান বাদশা রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে আসামির চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তথ্য অনুযায়ী, গত ১৯ জুলাই ঢাকার বাড্ডা থানাধীন উত্তর বাড্ডার বিসমিল্লাহ হোটেলের পাশে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নিয়ে রফিকুল ইসলাম গুলিবিদ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ওই বছরের ২৭ সেপ্টেম্বর নিহতের মামা লুৎফুর রহমান বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
গত বছরের ২৬ সেপ্টেম্বর ঢাকা বিমানবন্দর থেকে আসিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে বিভিন্ন হত্যা ও হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.