লিওনেল মেসির দুর্দান্ত প্রত্যাবর্তন এবং ইন্টার মায়ামির নাটকীয় জয়! আর্জেন্টাইন ফুটবল তারকা মেসি ইনজুরি কাটিয়ে মূল একাদশে ফিরে এসেই গোল করে দিয়েছেন দলকে জয়। রোববার রাতে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ২-১ গোলে জিতেছে মায়ামি। মেসি সমতা ফেরানোর গোলটি করেন, আর ম্যাচের শেষ মুহূর্তে জয়সূচক গোলটি এসেছে বদলি খেলোয়াড় ফাফা পিকল্টের বুট থেকে।
ইনজুরির কারণে টানা তিন ম্যাচ মিস করেছিলেন মেসি। কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে বদলি হিসেবে ফিরলেও এবার মূল একাদশে ফিরে মাঠে নামেন তিনি। ফিরেই দেখিয়ে দেন তার জাদু! ম্যাচের ২০তম মিনিটে মেসি চমৎকার একটি গোল করে দলকে সমতায় ফেরান। আটলান্টার মিডফিল্ডার বার্তোজ স্লিশকে কৌশলে ছাড়িয়ে গিয়ে বল নিয়ন্ত্রণে নেন এবং গোলরক্ষক ব্র্যাড গুজানকে চিপ শটে পরাস্ত করেন।
এর আগে, ম্যাচের ১১তম মিনিটেই আটলান্টাকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন ইমানুয়েল লাট্টে লাথ। দ্বিতীয় গোলের সুযোগ পেলেও অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়।
দ্বিতীয়ার্ধে উভয় দলই গোলের জন্য চেষ্টা চালিয়ে যায়, কিন্তু শেষ হাসি হাসে মায়ামি। ম্যাচের ৮৯তম মিনিটে কর্নার কিক থেকে জর্দি আলবার ক্রসে ফাফা পিকল্ট দুর্দান্ত হেডে গোল করেন। আটলান্টার ডিফেন্ডার আজানি ফর্চুনকে ফাঁকি দিয়ে বল জালে জড়ান তিনি, যা মায়ামির হয়ে তার প্রথম গোল।
ম্যাচ শেষে মায়ামির কোচ হাভিয়ের মাশ্চেরানো বলেন, ‘মেসি ইতিহাসের সেরা খেলোয়াড়। তার মতো এত সুন্দর গোল খুব কমই দেখা যায়। পিকল্টের গোলও আমাদের জন্য বিশাল আনন্দ নিয়ে এসেছে।’
এই জয়ের মাধ্যমে চার ম্যাচে তিন জয় নিয়ে এগিয়ে আছে ইন্টার মায়ামি। এরপর ২৯ মার্চ ঘরের মাঠে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে খেলবে দলটি।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.