দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ সম্প্রতি প্রাক্তন স্বামী নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পর নিজেকে নতুন করে গুছিয়ে নিচ্ছেন। এরই মধ্যে তার নতুন প্রেমের গুঞ্জনও শোনা যাচ্ছে। তবে এবার নাগার সঙ্গে সম্পর্কের শেষ স্মৃতিচিহ্নটুকুও মুছে ফেললেন সামান্থা।
কিছুদিন আগেই অভিনেত্রী তার বিয়ের পোশাকটি রূপান্তরিত করেছিলেন। এমনকি বাগদানের সময় নাগার দেওয়া আংটিটিও তিনি লকেট হিসেবে ব্যবহার করছেন। বিভিন্ন অনুষ্ঠানে সামান্থাকে এই লকেটটি পরতে দেখা গেছে। তবে এবার নাগার সঙ্গে সম্পর্কের আরও একটি গুরুত্বপূর্ণ স্মৃতি মুছে ফেললেন তিনি।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সামান্থা তার একগুচ্ছ ছবি শেয়ার করেছেন। সেখানে তার হাতের ট্যাটুটির কোনো চিহ্ন নেই। এই ট্যাটুটি তিনি নাগা চৈতন্যের সঙ্গে সম্পর্কের সময় করিয়েছিলেন। নাগার হাতের ট্যাটুর সঙ্গে মিল রেখেই নিজের হাতেও একই ডিজাইনের ট্যাটু করিয়েছিলেন সামান্থা। সম্পর্ক শেষ হওয়ার পরও এই ট্যাটুটি তার হাতে ছিল, যা নিয়ে তাকে বেশ কয়েকবার কটাক্ষের সম্মুখীন হতে হয়েছিল।
তবে সাম্প্রতিক ছবিগুলোতে দেখা গেছে, সামান্থার হাত থেকে সেই ট্যাটুটি মুছে গেছে। অনুমান করা হচ্ছে, তিনি ট্যাটুটি রিমুভ করেছেন। যদিও এখনও নাগার হাতে একই ট্যাটু রয়েছে, তবে সামান্থা যেন প্রাক্তনকে ভুলে নতুন করে জীবন শুরু করতে আরও একধাপ এগিয়ে গেলেন।
অনুরাগীরা তার এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। সামান্থার এই পরিবর্তনকে তার জীবনের নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছেন অনেকেই। এখন তার অনুরাগীরা অপেক্ষায় রয়েছেন, কবে তিনি আনুষ্ঠানিকভাবে নতুন সম্পর্কের কথা ঘোষণা করবেন।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.