বলিউড অভিনেত্রী কাজলের কাকা ছিলেন দেব মুখার্জি। শুধু পরিবারের একজন সদস্যই নন, তিনি মুখার্জি পরিবারের দুর্গাপূজার অন্যতম মধ্যমণিও ছিলেন। শুক্রবার (৮৩ বছর বয়সে) ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
দেব মুখার্জি ছিলেন কাজল ও রানি মুখার্জির ছায়াসঙ্গী। প্রতি বছর পূজায় অতিথিদের স্বাগত জানাতে দেখা যেত তাকে। তবে একসময় কাজলের সঙ্গে তার কিছু ভিডিও নিয়ে নেটপাড়ায় বিতর্ক তৈরি হয়। নিন্দুকদের দাবি ছিল, তিনি সব নারীকেই অতিরিক্ত স্পর্শ করে কথা বলতেন। যদিও পরিবারের ঘনিষ্ঠজনদের কাছে তিনি বরাবরই ছিলেন শ্রদ্ধার পাত্র।
প্রিয় কাকার প্রয়াণে শোকাহত কাজল। সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টে তিনি লিখেছেন—
"প্রত্যেক দুর্গাপূজায় আমরা একসঙ্গে ছবি তুলতাম। সাজগোজ করে সেই সময় আমাদের সবাইকেই দেখতে সুন্দর লাগে। কিন্তু ওকে ছাড়া এই পৃথিবী কল্পনাই করতে পারছি না। আমার চেনা অন্যতম সেরা পুরুষ ছিলে তুমি। তোমার আত্মার শান্তি কামনা করি। তোমাকে আমরা ভালোবেসে যাব, মনে রাখব, প্রতিদিন তোমার অভাব অনুভব করব।"
তিনি আরও লেখেন—
"কাউকে খুব ভালোবাসলে, তার বিনিময়ে আমরা শোক পাই। এই শোক কখনোই মুছে যাবে না। শুধু সময়ের সঙ্গে সঙ্গে আমরা শোকের সঙ্গে সহাবস্থান করতে শিখে যাই।"
দেব মুখার্জির শেষকৃত্যে বলিউডের একাধিক তারকা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন—
দেব মুখার্জির প্রয়াণে বলিউড ইন্ডাস্ট্রিতে নেমে এসেছে শোকের ছায়া। তার অবদান ও উপস্থিতি পরিবারের সদস্যদের পাশাপাশি অনুরাগীরাও গভীরভাবে অনুভব করবেন।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.