হৃতিক রোশনের ‘কৃষ ৪’ নিয়ে দর্শকদের উৎসাহ থাকলেও সিনেমাটির ভবিষ্যৎ এখন অনিশ্চিত। দীর্ঘদিন ধরে চলা আলোচনা এবং অপেক্ষার পরও সিনেমাটি নির্মাণে বাজেট সংক্রান্ত জটিলতা দেখা দিয়েছে। সূত্রমতে, সিনেমাটির জন্য প্রয়োজনীয় বাজেট এতই বেশি যে কোনো প্রযোজকই এতে বিনিয়োগ করতে রাজি হচ্ছেন না।
বলিউড হাঙ্গামার প্রতিবেদন অনুযায়ী, ‘কৃষ ৪’-এর জন্য প্রায় ৭০০ কোটি রুপির বাজেট নির্ধারণ করা হয়েছে, যা কোনো স্টুডিওর পক্ষেই ঝুঁকি নেওয়া সম্ভব হচ্ছে না। প্রথমে হৃতিক রোশন তার বন্ধু ও পরিচালক সিদ্ধার্থ আনন্দকে সিনেমাটির প্রযোজনা সংস্থা খুঁজে বের করার দায়িত্ব দিয়েছিলেন। সিদ্ধার্থ আনন্দেরই এই সিনেমাটি প্রযোজনা করার কথা ছিল। কিন্তু এখন খবর পাওয়া যাচ্ছে যে সিদ্ধার্থ আনন্দ এই প্রকল্প থেকে সরে গেছেন।
শুধু সিদ্ধার্থ আনন্দই নন, সিনেমাটির পরিচালক করণ মালহোত্রাও ‘কৃষ ৪’ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। সূত্রমতে, ‘মার্ভেল’ সিনেমার মতো বড় প্রোজেক্টের যুগে কোনো স্টুডিওই এত বড় বাজেটের ঝুঁকি নিতে চাইছে না। ফলে, সিনেমাটির নির্মাণ এখন অনিশ্চিত হয়ে পড়েছে।
মুভি টকিজের প্রতিবেদন অনুযায়ী, ‘কৃষ ৪’-এর জন্য ৭০০ কোটি রুপির বাজেটের প্রয়োজন নেই বলে মনে করা হচ্ছে। তবে সিদ্ধার্থ আনন্দ এবং করণ মালহোত্রার সিনেমা থেকে সরে যাওয়ার খবরটি সঠিক বলে নিশ্চিত করা হয়েছে।
উল্লেখ্য, রাকেশ রোশন আগেই জানিয়েছিলেন যে তিনি পরিচালনা থেকে আনুষ্ঠানিকভাবে অবসর নিয়েছেন এবং ভবিষ্যতে আর কোনো সিনেমা পরিচালনা করবেন না। তবে তিনি ভক্তদের আশ্বস্ত করেছিলেন যে ‘কৃষ ৪’-এর কাজ এগোচ্ছে এবং শীঘ্রই আনুষ্ঠানিক ঘোষণা করা হবে। কিন্তু এখন পরিচালক ও প্রযোজক উভয়েই সিনেমা থেকে সরে দাঁড়ালে, সিনেমাটির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.