চার দিনের সফর শেষে রোববার (১৬ মার্চ) ঢাকা ছেড়ে চলে গেলেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এর আগে, গত বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকালে তিনি ঢাকায় পৌঁছান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। এসময় শিশুরা ফুল দিয়ে তাকে অভ্যর্থনা জানায়।
সফরের দ্বিতীয় দিনে শুক্রবার (১৪ মার্চ) গুতেরেস কক্সবাজারে অবস্থিত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। সেখানে তিনি রোহিঙ্গা শরণার্থীদের সাথে ইফতার করেন এবং তাদের অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
তৃতীয় দিনে শনিবার (১৫ মার্চ) সকালে তিনি জাতিসংঘ কান্ট্রি টিম বাংলাদেশের সঙ্গে বৈঠকে অংশ নেন। এরপর দুপুরে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। এছাড়া, তিনি তরুণ সমাজের প্রতিনিধিদের সাথেও আলোচনায় বসেন।
বিকালে পররাষ্ট্র উপদেষ্টার সাথে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন গুতেরেস। সংবাদ সম্মেলনের পর তিনি ইফতার ও আর্লি ডিনার সেশনে যোগ দেন।
জাতিসংঘ মহাসচিবের এই সফর বাংলাদেশের সাথে জাতিসংঘের সম্পর্ক আরও জোরদার করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.