চলতি রমজান মাসের প্রথম ১০ দিনে, পবিত্র কাবা শরিফে রেকর্ড আড়াই কোটি মুসল্লি সমবেত হয়েছেন। এর আগে কোনো বছর রমজানের এই সময়ে এত বিপুলসংখ্যক মুসল্লির সমাগম হয়নি।
সৌদি আরবের সরকারি সংস্থা ‘দ্য জেনারেল প্রেসিডেন্সি ফর দ্য অ্যাফেয়ার্স অব গ্র্যান্ড মস্ক অ্যান্ড দ্য প্রোফেট’স মস্ক’ এক বিবৃতিতে জানিয়েছে—
✅ রমজানের প্রথম ১০ দিনে কাবায় আড়াই কোটি মুসল্লি এসেছেন।
✅ ওমরাহ পালন করেছেন: ৫ কোটি ৫০ লাখ মুসল্লি, যা এক নতুন রেকর্ড।
রমজানে সাধারণত ওমরাহ পালনকারীদের সংখ্যা বেড়ে যায়। তবে এ বছর মুসল্লিদের ভিড় আরও বেশি বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
এই বিপুল জনসমাগম পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা বজায় রাখতে সৌদি প্রশাসন নিচ্ছে অতিরিক্ত ব্যবস্থা:
🔹 ১১ হাজার কর্মী কাবা চত্বরে নিয়োজিত
🔹 ৪ হাজার নতুন পরিচ্ছন্নতা কর্মী যুক্ত
🔹 ৩৫০ জন ব্যবস্থাপক কর্মীদের কার্যক্রম তদারক করছেন
কাবা ও মসজিদে নববিতে নির্বিঘ্নে ইবাদত নিশ্চিত করতে প্রশাসন সার্বক্ষণিক নিরাপত্তা, শৃঙ্খলা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা রক্ষায় কাজ করে যাচ্ছে।
রমজান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র। এই মাসে ওমরাহ পালনের জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ সৌদি আরবের মক্কায় সমবেত হন।
এ বছর রমজানের প্রথম ১০ দিনেই যে বিপুলসংখ্যক মুসল্লি কাবায় উপস্থিত হয়েছেন, তা একটি ঐতিহাসিক রেকর্ড হয়ে থাকবে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.