আজ সারাদেশে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের জন্য ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। অসুস্থ শিশুদের এই ক্যাপসুল খাওয়ানো যাবে না। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এবারের ক্যাম্পেইনে প্রায় দুই কোটি ২৬ লাখ শিশুকে এক লাখ ২০ হাজার স্থায়ী ইপিআই কেন্দ্রের মাধ্যমে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। স্বাধীনতার পর বাংলাদেশে রাতকানা রোগের হার ছিল ৪.১০ শতাংশ। ১৯৭৪ সাল থেকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে এই হার প্রায় শূন্যের কাছাকাছি নামিয়ে আনা সম্ভব হয়েছে।
ভিটামিন ‘এ’ শুধু অন্ধত্ব প্রতিরোধই করে না, শিশু মৃত্যুর হারও প্রায় এক চতুর্থাংশ কমায়। বছরে দুবার এই ক্যাম্পেইনের মাধ্যমে ৯৮ শতাংশ শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানোর ফলে শিশু মৃত্যু ও অন্ধত্বের হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।
শিশুদের অপুষ্টি দূর করতে এবং ভিটামিন ‘এ’ ঘাটতি পূরণে এই কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্যাম্পেইন সফল করতে জনগণের অংশগ্রহণ ও মিডিয়ার সহযোগিতা প্রয়োজন। ক্যাম্পেইন দিনে সার্বক্ষণিক কন্ট্রোল রুম চালু থাকবে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.