অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ। যারা রাষ্ট্রের দায়িত্বে আছেন, তাদের উচিত দল-মত নির্বিশেষে সবার জন্য সমানভাবে কাজ করা। রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সবার অধিকার রক্ষায় আন্তরিকভাবে কাজ করতে হবে।
শুক্রবার (১৪ মার্চ) ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গীর অ্যাল্যামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, রাষ্ট্র এখনও পরিপূর্ণ স্বাধীন হয়নি, এগিয়ে যেতে হবে আরও অনেক পথ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মানুষ, রাষ্ট্রের দায়িত্ব হলো সবাইকে সমান চোখে দেখা।
মাহফুজ আলম বলেন, আমি তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী। একসময় স্বৈরাচারী শাসনামলে আমরা আমাদের পরিচয় গোপন রাখতে বাধ্য হয়েছিলাম। কিন্তু আজ তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থীরা বিশ্বজুড়ে নেতৃত্ব দিচ্ছেন। তিনি আরও অভিযোগ করেন, মাদরাসার আলেম ও শিক্ষার্থীদের ওপর ইসলামবিদ্বেষী মনোভাব চাপিয়ে দেওয়া হয়েছে। অতীতের স্বৈরাচারী শাসনামলে মিল্লাতের শিক্ষার্থীরা ভয় ও নিপীড়নের মধ্যে দিন কাটিয়েছেন।
তিনি বলেন, জুলাই আন্দোলনে মাদরাসার শিক্ষার্থী ও শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। কিন্তু সেই সময় তারা সবচেয়ে বেশি নিপীড়নের শিকার হয়েছেন। তথ্য উপদেষ্টা আরও বলেন, রাষ্ট্রের উন্নয়ন ও অগ্রগতির জন্য সবাইকে একসাথে কাজ করতে হবে।
ইফতার মাহফিলে অ্যাল্যামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক সিরাজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান, প্রভাষক ইসহাক আলী, সহকারী অধ্যাপক সালমান ফারসি, তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি খায়রুল আনাম ও ছাত্র সংসদের জিএস সাইদুল ইসলাম প্রমুখ।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.