বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত অভিনেতা আমির খান শুক্রবার ৬০ বছরে পা দিয়েছেন। এই বয়সেও তার জীবনে এসেছে বসন্তের ছোঁয়া। প্রেমে পড়েছেন তিনি, আর তার প্রেমিকা ২৫ বছরের পুরনো বান্ধবী। এর আগে দুটো বিয়ে করেছিলেন আমির। বিচ্ছেদের পরেও তিনি প্রাক্তন স্ত্রীদের কাছাকাছি রেখেছেন এবং তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন। এমনকি, তারা একই আবাসনে থাকেন।
তবে একা থাকতে আমির বড় ভয় পান। মাস কয়েক আগে তিনি স্বীকার করেছিলেন, তার জীবনে একজন সঙ্গীর প্রয়োজন। নিজের ৬০তম জন্মদিনেই আমির নতুন প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে সবার পরিচয় করিয়ে দেন। তাহলে কি তৃতীয়বারের মতো সংসারী হতে চলেছেন আমির? কিছুটা আভাস দিয়েছিলেন তিনি আগেই।
তাদের সম্পর্কের বয়স এখন ১৮ মাস। এই সময়ের মধ্যেই আমির গৌরীকে নিয়ে অনেক চিন্তা-ভাবনা এগিয়ে নিয়েছেন। তারকাদের সঙ্গী হওয়া মানে রাতারাতি প্রচারের আলোয় চলে আসা, তাই আগেভাগেই গৌরীকে সেই অনুযায়ী প্রস্তুত করেছেন আমির। একসঙ্গে থাকার সিদ্ধান্তও নিয়েছেন তারা।
বর্তমানে গৌরী আমিরের প্রযোজনা সংস্থাতেই কর্মরত। এর ফলে কানাঘুষা শুরু হয়েছে—তবে কি এবার আমির আবার বিয়ে করবেন?
তবে তৃতীয় বিয়ে নিয়ে বেশ সংশয় রয়েছে আমিরের মনে। মাস কয়েক আগে এক সাক্ষাৎকারে তৃতীয় বিয়ে সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি জানান, এই বয়সে তৃতীয় বিয়ে করা আদৌ শোভা পায় কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন। তবে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, তিনি একা থাকতে পারেন না এবং তার সঙ্গীর প্রয়োজন হয়। তার আগের দুটো বিয়ে ব্যর্থ হওয়ায়, এবার একটু বেশিই সাবধানী হয়েছেন অভিনেতা। সরাসরি বিয়ে নাকচ না করলেও, খানিকটা দ্বিধায় রয়েছেন তিনি, সেটাই বুঝিয়ে দিয়েছেন।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.