ছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতছবিঃ সংগৃহীতকুমিল্লার বুড়িচং উপজেলায় তিন কোটি আট লাখ আট হাজার টাকার অবৈধ ভারতীয় আতশবাজি আটক করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাবিলা এলাকায় বিজিবির অভিযানে এসব আতশবাজি জব্দ করা হয়। শুক্রবার বিকেলে বিজিবির ১০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এএম জাহিদ পারভেজ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
লে. কর্নেল এএম জাহিদ পারভেজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার দত্তের নেতৃত্বে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়। বিজিবি ও র্যাব সদস্যদের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে মালিকবিহীন অবস্থায় ১৪ লাখ ১৫ হাজার ৪০০টি বিভিন্ন ধরনের ভারতীয় অবৈধ আতশবাজি এবং একটি ট্রাক জব্দ করা হয়। আটককৃত এসব মালামালের আনুমানিক মূল্য তিন কোটি আট লাখ আট হাজার টাকা।
তিনি আরও জানান, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিয়মিতভাবে চোরাচালান প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে এসব অবৈধ আতশবাজি আটক করা হয়। জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমসে জমা দেওয়া হবে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.