অল্প সময়েই দক্ষিণী সিনেমায় নিজের শক্ত অবস্থান গড়ে তুলেছেন অভিনেত্রী শ্রীলীলা। ব্লকবাস্টার সিনেমা ‘পুষ্পা-২’-এর একটি গানে তার নাচ দর্শকদের মাতিয়ে দিয়েছিল। শিগগিরই বলিউডেও পা রাখতে চলেছেন তিনি, যেখানে তার বিপরীতে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা কার্তিক আরিয়ানকে।
ব্যক্তিগত জীবনে এখনও অবিবাহিত হলেও তিনি দুই শিশুর ‘মা’। শ্রীলীলা অনাথ আশ্রম থেকে দুই প্রতিবন্ধী শিশুকে দত্তক নিয়েছেন এবং সযত্নে তাদের বড় করে তুলছেন। মাত্র ২১ বছর বয়সেই তিনি তাদের দায়িত্ব নিয়েছেন, যা তার মানবিক দিকের পরিচয় দেয়।
শ্রীলীলা খুব শিগগিরই অনুরাগ বসুর সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক করতে চলেছেন। এই ছবিতে কাজ করতে গিয়ে কার্তিক আরিয়ানের সঙ্গে তার ঘনিষ্ঠতা বেড়েছে বলেও শোনা যাচ্ছে, তবে এ বিষয়ে কেউই প্রকাশ্যে কিছু বলেননি।
২০১৯ সালে ‘বাই টু লাভ’ ছবি দিয়ে অভিনয় জীবন শুরু করেছিলেন শ্রীলীলা। বর্তমানে তিনি দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। তার সম্পদের পরিমাণ প্রায় ১৫ কোটি টাকা।
অভিনয় ক্যারিয়ারের শুরুতে তিনি প্রতি ঘণ্টায় ৪ লাখ টাকা চার্জ করতেন। এরপর জনপ্রিয়তা বাড়ায় তার পারিশ্রমিক ১.৫ কোটি টাকা পর্যন্ত উঠে যায়। বর্তমানে তার পারিশ্রমিক ৪ কোটি টাকা পর্যন্ত পৌঁছেছে, যা তাকে দক্ষিণী সিনেমার অন্যতম উচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত নায়িকাদের কাতারে নিয়ে গেছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.