বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ সংস্করণের রানার্স আপ চিটাগং কিংসের পারিশ্রমিক পরিশোধ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বেশ কয়েকজন ক্রিকেটার ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। দলটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও মেন্টর হিসেবে দায়িত্ব পালন করা পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদি দাবি করেছেন, তিনি এখনো তার পারিশ্রমিকের সিংহভাগ পাননি।
দলটির ওপেনার পারভেজ হোসেন ইমনও একই অভিযোগ করেছেন। শুক্রবার (১৪ মার্চ) মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘৫০ শতাংশ পেয়েছি, বাকিটা এখনও পাইনি। দেবে দেবে বলছে, কিন্তু আমরা এখনও পাচ্ছি না। আমি, শরিফুলসহ সব খেলোয়াড়ই... যা পেয়েছি, তা বিপিএল চলাকালীনই পেয়েছি।’
পারিশ্রমিক বকেয়া থাকায় মানসিক চাপে ভুগছেন জানিয়ে ইমন আরও বলেন, ‘আমাদের মূল মনোযোগ থাকে পারফরম্যান্সের দিকে। কিন্তু যখন পারিশ্রমিক নিয়ে ভাবতে হয়, তখন তা আমাদের মনোযোগে ব্যাঘাত ঘটায়।’
এর আগে বিপিএল চলাকালেও একবার পারিশ্রমিক না পাওয়ার কারণে ইমন দলের ক্যাম্পে যোগ দেননি বলে গুঞ্জন ছড়িয়েছিল। তখন চিটাগং কিংসের কর্ণধার সামির কাদের চৌধুরী বলেছিলেন, ‘তিনি সন্তুষ্ট না হলে টাকা কেন পাবেন!’ পরবর্তীতে অবশ্য তিনি এই মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছিলেন।
শুধু ইমন ও আফ্রিদিই নন, চিটাগং কিংসের সঙ্গে কাজ করা কানাডিয়ান উপস্থাপিকা ইয়েশা সাগরের চুক্তির সমাপ্তিও ঘটেছে তিক্ততার মধ্যে।
এবারের বিপিএলে পারিশ্রমিক বিতর্কের শীর্ষে ছিল দুর্বার রাজশাহী। দলটির বিদেশি ক্রিকেটাররা পারিশ্রমিক নিয়ে অনিশ্চয়তার কারণে একটি ম্যাচ বর্জন করেছিলেন। এমনকি দলটির কর্ণধার শফিকুর রহমানকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিল। পরবর্তীতে চাপের মুখে তিনি খেলোয়াড় ও স্টাফদের বকেয়া পরিশোধের প্রতিশ্রুতি দেন।
টুর্নামেন্ট শেষ হওয়ার পর চিটাগং কিংসের পারিশ্রমিক পরিশোধে গড়িমসি করার বিষয়টি প্রকাশ্যে এসেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ বিষয়ে নিজেদের ব্যর্থতা স্বীকার করে ভবিষ্যতে আরও সতর্ক থাকার আশ্বাস দিয়েছে। এখন দেখার বিষয়, বিসিবি চিটাগং ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় কি না।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.