আগামী আগস্টে তিন ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করতে পারে ভারতীয় ক্রিকেট দল। ফিউচার ট্যুর প্রোগ্রামের (এফটিপি) অংশ হিসেবে এই সিরিজ খেলার পরিকল্পনা রয়েছে ভারতের। তবে এখন পর্যন্ত সিরিজের সূচি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।
ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ জানিয়েছে, এফটিপির অধীনে পরবর্তী ওয়ানডে বিশ্বকাপের আগে ভারত ২৭টি ওয়ানডে খেলবে। এর মধ্যে চলতি বছর ৯টি এবং বাকি ১৮ ওয়ানডে হবে ২০২৬ সালের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে।
২০২৭ ওয়ানডে বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়েতে অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্টের আগে নিজেদের প্রস্তুতি হিসেবে ৮ দলের সঙ্গে ৩ ম্যাচের ৯টি ওয়ানডে সিরিজ খেলার পরিকল্পনা করছে ভারত।
পরিকল্পনা অনুযায়ী, আগস্ট ২০২৫-এ বাংলাদেশে সফর করবে রোহিত শর্মা ও বিরাট কোহলির দল। এছাড়াও ২০২৫ সালে ভারতের আরও দুটি ওয়ানডে সিরিজ রয়েছে। অক্টোবর মাসে অস্ট্রেলিয়ার মাটিতে এবং নভেম্বর মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে সিরিজ খেলবে তারা।
২০২৭ বিশ্বকাপের আগে ভারত যেসব ওয়ানডে খেলতে পারে:
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.