পবিত্র রমজানের দ্বিতীয় জুমা নামাজ আদায় করতে পারেননি ফিলিস্তিনের ধর্মপ্রাণ মুসল্লিরা। ইসরাইলের কঠোর নিষেধাজ্ঞার কারণে শুক্রবার তারা আল-আকসা মসজিদে প্রবেশের সুযোগ পাননি। এ ঘটনাকে ‘ধর্মীয় যুদ্ধ’ বলে নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস।
এক বিবৃতিতে হামাস বলেছে:
🔹 পবিত্র রমজানে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের এ নিষ্ঠুরতা ধর্মীয় যুদ্ধের শামিল।
🔹 টানা দ্বিতীয় বছরের মতো মুসল্লিদের আল-আকসায় নামাজ আদায়ে বাধা দেওয়া মুসলিম রীতিনীতির ওপর পরিকল্পিত আক্রমণ।
🔹 জেরুজালেম ও এর পবিত্র স্থানগুলোকে ইহুদিকরণের প্রচেষ্টার অংশ হিসেবেই ইসরাইল এই নিষেধাজ্ঞা দিচ্ছে।
🔹 ইসরাইলি সরকারকে মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে গোষ্ঠীটি।
➡️ বৃহস্পতিবার জেরুজালেমভিত্তিক আল-কুদস ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন জানিয়েছে:
👉 ইসরাইলি বাহিনী আল-আকসা মসজিদে অভিযান চালিয়ে মুসল্লিদের জোরপূর্বক বের করে দিয়েছে।
👉 নামাজ আদায় করতে আসা হাজারো ফিলিস্তিনিকে ঢুকতে দেওয়া হয়নি।
আল-আকসা মসজিদে ইসরাইলি বাহিনীর দমন-পীড়ন নতুন নয়। রমজান এলেই ফিলিস্তিনিদের ওপর নির্যাতন বাড়িয়ে দেয় ইসরাইল।
জেরুজালেমের এই মসজিদ মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান এবং এটি ইসরাইল-ফিলিস্তিন উত্তেজনার অন্যতম কেন্দ্রবিন্দু।
🔹 হামাস বলেছে, এই ধরনের পদক্ষেপের কারণে অঞ্চলটিতে নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি হচ্ছে।
🔹 ইসরাইলের এই আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত বলে দাবি করেছে তারা।
📌 সূত্র: আল-জাজিরা
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.