বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে তিনি একটি বিশাল পোস্টার হাতে দাঁড়িয়ে আছেন। পোস্টারটিতে বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান ও অভিনেতা রণবীর কাপুরের ছবি শোভা পাচ্ছে। আর পোস্টারের নিচে বড় করে লেখা— "একে বনাম আরকে"।
পোস্টারটি দেখার পর থেকেই শুরু হয় নানা জল্পনা। কেউ ভেবেছিলেন, হয়তো নতুন সিনেমার ঘোষণা আসতে চলেছে। আবার কেউ মিউজিক ভিডিওর সম্ভাবনাও উড়িয়ে দেননি।
অবশেষে ১২ মার্চ সেই রহস্যের পর্দা উঠল! আলিয়া ভাট শেয়ার করা ভিডিওতে দেখা যায়, এটি আসলে ড্রিম ইলেভেনের একটি মজার বিজ্ঞাপন।
ভিডিওতে দেখা যায়, ভারতীয় ক্রিকেটার ঋষভ পান্ত আমির খানের কাছে ছবি তোলার অনুমতি চান। কিন্তু টুইস্ট তখনই আসে, যখন ঋষভ জানান— তিনি আসলে রণবীর কাপুরের সঙ্গে ছবি তুলতে চান!
জবাবে আমির খান মজার ছলে বলেন,
"শুধু ছবি কেন, চাইলে ও তোমাকে চুমুও দিয়ে দেবে!"
এরপরই রণবীর কাপুরের এন্ট্রি, যেখানে আমির ভুল করে তাকে রণবীর সিং বলে বসেন!
এতেই চটে যান রণবীর কাপুর! তিনি পাল্টা বলেন,
"আমি কীভাবে সিং হলাম? এবার আমিও যদি ওনাকে সালমান বলি?"
আমির খানও মজার ছলে উত্তর দেন,
"সালমান বলো ঠিক আছে, কিন্তু দয়া করে আরবাজ বলো না!"
ঠিক তখনই পেছন থেকে আরবাজ খান বলে ওঠেন, "সোহেল বললেই পারতে!" 😆
এখানেই শেষ নয়! রণবীর রাগ সামলাতে ওয়াশরুমে গিয়ে বলেন,
"উনি আমাকে হিংসা করেন! উনি শুধু খান, আর আমি খানদান!"
পাশে থাকা জ্যাকি শ্রফ তখন তার আইকনিক ডায়ালগে বলে ওঠেন,
"বিরু, টিসু দাও... ইস্যু দিও না!"
এরপর আমির খান বলেন,
"এখনকার প্রজন্মের তারকাদের ইগো বক্স অফিস কালেকশনের থেকেও বড়!"
এ কথা শুনে রণবীর চিৎকার করে বলেন,
"আমি শুনতে পাচ্ছি, কালা নই!"
এরপরই দুজনের মধ্যকার ফ্যান্টাসি ক্রিকেট লড়াইয়ের ঘোষণা আসে—
এই ২ মিনিট ২৫ সেকেন্ডের ভিডিও দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে!
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.