
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুদ্ধবিরতির প্রতিক্রিয়াকে ‘ছলনা’ বলে অভিহিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
শুক্রবার (১৪ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, পুতিন যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার কথা বলেছেন এবং যুদ্ধের অবসান ঘটাতে প্রস্তুত আছেন। তবে তিনি জোর দিয়েছেন, যুদ্ধবিরতির মাধ্যমে সংকটের মূল কারণগুলো দূর করে ‘স্থায়ী শান্তি’ নিশ্চিত করতে হবে।
এই প্রতিক্রিয়ার বিষয়ে জেলেনস্কি বলেছেন, “রাশিয়ার প্রেসিডেন্ট প্রায়ই এমনটা করেন। তিনি সরাসরি ‘না’ বলেন না, বরং এমন কিছু করেন, যা শুধু বিষয়গুলোকে বিলম্বিত করে বা সিদ্ধান্ত নেওয়া কঠিন করে তোলে।”
বিবিসি মনিটরিংয়ের রাশিয়া-বিষয়ক সম্পাদকও মন্তব্য করেছেন যে, পুতিনের ‘হ্যাঁ’-এর ভেতর ‘না’ লুকিয়ে আছে।
এদিকে, যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনা করতে ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকফ বর্তমানে মস্কো সফরে রয়েছেন এবং রুশ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছেন।
অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্টের অবস্থানকে “প্রতিশ্রুতিবদ্ধ হলেও অসম্পূর্ণ” বলে অভিহিত করেছেন।
উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রায় হামলা চালায় এবং ইতোমধ্যে ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ ভূখণ্ডের নিয়ন্ত্রণ নিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, তিনি এই তিন বছর ধরে চলমান যুদ্ধ বন্ধ করতে চান।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.